অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এবার এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নিয়ে অভিষেক টু-শব্দ না করলেও সোশ্যাল মিডিয়ায় বমা ফাটালেন নিমরত।
সম্প্রতি নিমরত একটি রিলস বানিয়েছেন, যেখাতে তাকে বলতে শোনা গেল ‘লোগ দেখ দেখকে জল জা’। বাংলা করলে দাঁড়ায়, লোকে দেখবে, আর জ্বলবে। নেটিজেনরা মনে করছেন, অভিষেক ও তাকে নিয়ে যে গুঞ্জন রটেছে, রিলসের মধ্যে দিয়ে তারই জবাব যেন দিলেন নিমরত।
বিজ্ঞাপন
নিমরত কৌরের সঙ্গে ‘দশভি’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন অভিষেক। চেনাজানা তখন থেকেই। তবে কি এ ছবির শুটিং থেকেই মন দেওয়া নেওয়ার শুরু? ভেসে বেড়াচ্ছে প্রশ্ন। এসব অবশ্য মুখ খোলেননি অভিষেক, ঐশ্বরিয়া।
২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।