রোববার, ৫ জানুয়ারী, ২০২৫, ঢাকা

চট্টগ্রামে ‘তৌহিদি জনতা’র বাধা, ঢাকায় এসে যা বললেন মেহজাবীন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৪, ১১:২৯ এএম

শেয়ার করুন:

চট্টগ্রামে ‘তৌহিদি জনতা’র বাধা, ঢাকায় এসে যা বললেন মেহজাবীন

চট্টগ্রামে বাধার মুখে শোরুম উদ্বোধন করতে পারেননি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। গতকাল শনিবার দুপুরে সেখানকার রিয়াজউদ্দিন বাজারে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি শোরুমের উদ্বোধনের কথা ছিল তার। তবে তৌহিদি জনতার বাধার মুখে শোরুম উদ্বোধন করা হয়নি অভিনেত্রীর। এবার বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে কথা বললেন তিনি।

আজ রোববার নিজের ফেসবুকে মেহজাবীন লেখেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই।’ 

সবশেষে লেখেন, ‘সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।’

গেল ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে শোরুম উদ্বোধনের কথা জানিয়ে ভিডিও পোস্ট করেছিলেন মেহজাবীন। সবকিছু ঠিক থাকলেও খুকি লাইফস্টাইল উদ্বোধন করা হয়নি তার।   কেননা তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না এলে প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তৌহিদি তাওহিদি জনতা’র ব্যানারে। পরিস্থিতি বিপদজনক কাজ করে মেহজাবীন শোরুম উদ্বোধন থেকে বিরত থাকেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর