শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ঢাকা

জুলাই বিপ্লবে সক্রিয় অভিনয়শিল্পীরা গুরুত্ব পাবেন বান্নাহর ছবিতে 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পিএম

শেয়ার করুন:

জুলাই বিপ্লবে সক্রিয় অভিনয়শিল্পীরা গুরুত্ব পাবেন বান্নাহর ছবিতে 

নাট্য নির্মাতা হিসেবে মাবরুর রশিদ বান্নাহর জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার নেই। অনেকেই চান তিনি সিনেমা বানান। নির্মাতাও সে পথে হাঁটছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমেও দিয়েছেন ঘোষণা। জুলাই ফ্যাসিস্ট বিরোধী গণআন্দোলন ও গণহত্যা নিয়ে সিনেমা বানাচ্ছেন বলে জানিয়েছেন।

এদিকে ০৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বান্নাহ সোশ্যাল হ্যান্ডেলে জানিয়েছিলেন তার প্রথম সিনেমা হবে আবু সাঈদ, মীর মুগ্ধ ও আবরার ফাহাদকে নিয়ে। তবে কি সে সিনেমার কাজে-ই নামছেন বান্নাহ? 


বিজ্ঞাপন


sa_1698663856

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে ঢাকা মেইলকে বান্নাহ বলেন, ‘৫ আগস্ট আমাদের বিজয়ের দিন যে স্ট্যাটাস দিয়েছিলাম সেটা আমার ফুল লেন্থ ফিচার ফিল্ম নিয়ে। আমার স্বপ্নের প্রজেক্ট। লিখেছিলাম মুগ্ধ, সাঈদ, আবরার ফাহাদের কথা। অর্থাৎ এখানে দুটি প্রেক্ষাপট। চব্বিশের শহীদেরা এবং ২০১৮-এর শহীদ আবরার ফাহাদ। আমার এবারের প্রজেক্ট শুধুমাত্র জুলাই আন্দোলন ও হত্যাকাণ্ড নিয়ে। এখানে মুগ্ধ আবু সাঈদ আবরার ফাহাদ সেভাবে থাকবেন না। ছায়া হিসেবে থাকতে পারে। এরই মধ্যে প্রি-প্রোডাকশন শুরু হয়ে গেছে। শিগগিরই শুটিংয়ে যেতে চাই। এই প্রোজেক্টের পরপরই আবু সাঈদ, মীর মুগ্ধ ও আবরার ফাহাদকে নিয়ে কাজ শুরু করব। ওটা অনেক বড় পরিকল্পনা। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালে শুটিংয়ে যেতে চাই।’

bannah-31-dec-2019

জুলাই বিপ্লবে অংশ নিয়েছিলেন অভিনয়শিল্পীদের অনেকে। তাদের মধ্যে থেকে নিজের সিনেমার অভিনয়শিল্পী নিতে চান উল্লেখ করে বান্নাহ বলেন, ‘আমি চাই এই বিপ্লবে যারা সক্রিয় ছিলেন, বিপ্লবকে যারা ধারণ করেন তাদের রাখতে। টেকনাফ থেকে তেতুলিয়ার অনেক মানুষ যুক্ত ছিলেন। সবাইকে তো নিতে পারব না। অভিনেতা-অভিনেত্রীদের কয়েকজন আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন। যেমন আরশ খান, সাফা কবির, খায়রুল বাশার, সাদিয়া আয়মান, সালমান মুক্তাদিররা সামনের সারিতে ছিলেন। আমি এরকম সরাসরি সংযুক্ত শিল্পীদের রাখতে চাই। তার মানে এই না যে যাদের নাম বললাম তারা-ই নিশ্চিত থাকছেন। উদাহরণ দিলাম।’


বিজ্ঞাপন


এই মুহূর্তে বান্নাহর ভাবনাজুড়ে শুধুই জুলাই বিপ্লবের সিনেমাটি। এ বছরই শুরু করতে চান। এখনও নাম চূড়ান্ত হয়নি বলে জানালেন। ওটিটি ও সিনেমা হল দুই মাধ্যমেই ছবিটি আসুক এরকম প্রত্যাশা বান্নাহর। তার কথায়, ‘আমি এখনও ওটিটি ও সিনেমায় কাজ করিনি। তাই চাইছি ওটিটির পাশাপাশি সিনেমা হলেও আসুক ছবিটি।’ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর