শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ঢাকা

আমরা নারী আমরাও পারি, সাফজয়ীদের নিয়ে বললেন সাদিয়া আয়মান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ পিএম

শেয়ার করুন:

আমরা নারী আমরাও পারি, সাফজয়ীদের নিয়ে বললেন সাদিয়া আয়মান

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা নিয়ে আজ বৃহস্পতিবার দেশের মাটিতে পা রেখেছেন সাবিনা-ঋতুপর্ণারা। তাদের সাফল্যে ভাসছে গোটা দেশ। অভিনেত্রী সাদিয়া আয়মানও আছেন সে দলে। সাফজয়ী মেয়েদের সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী। 

আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে সাদিয়া আয়মান লিখেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা! সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। তোমাদের এই অর্জন শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের নারীদের জন্য এক বড় উদাহরণ।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘তোমাদের দলের সাহস, দৃঢ়তা এবং অসাধারণ পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে । তোমাদের এই অদম্য ইচ্ছাশক্তি আর সংগ্রাম দেশের আনাচ-কানাচে থাকা প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণার। তোমরা আবারও জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছ যে, নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধা-ই তাদের জয় আটকাতে পারে না।’

আরও লেখেন, ‘এই জয় আমাদের আরও একবার মনে করিয়ে দিল “আমরা নারী, আমরাও পারি” তোমাদের এই সাফল্য দেশের প্রতিটি মেয়ে শিশুকে স্বপ্ন দেখাবে, তাদের সাহস জোগাবে নতুন কিছু করতে।’

সবশেষে শুভকামনা রেখে সাদিয়া লিখেছেন, ‘তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সাফল্য তোমাদের বারবার ছুঁয়ে যাক । আরও একবার অভিনন্দন তোমাদের!’

সাফজয় করে ফিরে আসা মেয়েদের সংবর্ধনায় এবারও প্রস্তুত ছাদ খোলা বাস। এরইমধ্যে তাদের নিয়ে বিমানবন্দর এলাকা থেকে বেরিয়ে গেছে বাসটি। এক্সপ্রেসওয়ে — এফডিসি — সাত রাস্তার মোড় — মগবাজার ফ্লাইওভার — কাকরাইল — পল্টন — নটরডেম কলেজ —শাপলা চত্বর  হয়ে বাফুফে ভবনে নেওয়ায় হবে বিজয়ীদের। ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর