শনিবার, ২ নভেম্বর, ২০২৪, ঢাকা

বিজেপি নেতার ছেলের প্রেমে মজেছেন সারা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৪, ০১:০৩ পিএম

শেয়ার করুন:

বিজেপি নেতার ছেলের প্রেমে মজেছেন সারা! 

ক্যারিয়ারের শুরুতে কার্তিক আরিয়ানকে পছন্দ ছিল সাইফকন্যা সারা আলী খানের। পরে পছন্দের পুরুষের সঙ্গে জড়ান প্রেমে। তবে বেশিদিন স্থায়ী ছিল না তা। এরপর ফিরে যান প্রক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার কাছে। এবার গুঞ্জন উঠেছে নেতার ছেলের সঙ্গে প্রেমে মজেছেন অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়েছে, কেদারনাথ দর্শনের ছবি থেকে সারাকে নিয়ে এ গুঞ্জন উঠেছে।


বিজ্ঞাপন


1730354547_sara-4

প্রতি বছর কেদারনাথ দর্শন করতে যান সারা। কখনও ভাইয়ের সঙ্গে, কখনও জাহ্নবী কপূরের সঙ্গে গিয়েছেন। এবারও সারা আলি কেদারনাথ দর্শনের একগুচ্ছ ছবি দিয়েছেন। কিন্তু কার সঙ্গে গেছেন তা জানাননি। 

কিন্তু সমাজমাধ্যমের অতিসক্রিয়তার যুগে যেন কোনোকিছুই আড়াল করা সম্ভব নয়। ধরা পড়ে গেলেন সারা! অভিনেত্রীকে কেদারনাথে পূজা দিতে দেখা গেছে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে। তিনি পঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র।

6675a7db7f0d0-sara-ali-khan-211834490-16x9


বিজ্ঞাপন


তবে বাবা রাজনীতিতে সক্রিয় থাকলেও অর্জুন সক্রিয় শোবিজে। নামকরা মডেল তিনি। অনেকদিন ধরেই আছেন মুম্বাই। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত। বলিউডে তার বন্ধুর সংখ্যাও কম না। তবে এ নিয়ে অর্জুন বা সারা কেউই কোনো মন্তব্য করেননি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর