শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তৃতীয় বিয়ে করলেন অভিনেত্রী সুজানা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

তৃতীয় বিয়ে করলেন অভিনেত্রী সুজানা 

বিনোদন অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। থিতু হয়েছেন দেশের বাইরে। নতুন খবর হলো তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন এ অভিনেত্রী। 

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন সুজানা। সেখানে কেকের ওপর লেখা, ‘হ্যাপি ম্যারিড লাইফ, সুজানা অ্যান্ড জায়াদ’। ভিডিওতে এক ঝলক সুজানার স্বামীকেও দেখা যায়। মন্তব্যর ঘরে অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। তার উত্তরও দিয়েছেন অভিনেত্রী। তবে জানা যায়নি সুজানার স্বামী জায়াদের পরিচয়। 


বিজ্ঞাপন


resize

২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। কিন্তু চার মাস পরই বেজে ওঠে ভাঙনের সুর। এরপর সংগীতশিল্পী হৃদয় খানের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ২০১৪ সালের আগস্টে বিয়েও করেন তারা। তবে সে বিয়েও টেকেনি। এক বছর না যেতেই বিচ্ছেদ হয় তাদের।

হৃদয়ের সঙ্গে বিচ্ছেদের পরই শোবিজ থেকে নিজেকে আড়াল করতে শুরু করেন সুজানা। কয়েক বছর ধরেই একেবারেই ক্যামেরার সামনে দাঁড়ান না। পেশা হিসেবে বেছে নিয়েছেন ব্যবসা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর