সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নাচতে গিয়ে ধপাস বিদ্যা, ফিরেও তাকালেন না মাধুরী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

নাচতে গিয়ে ধপাস বিদ্যা, ফিরেও তাকালেন না মাধুরী 

‘ভুলভুলাইয়া ৩’সিনেমায় এক হচ্ছেন মাধুরী দিক্ষিত ও বিদ্যা বালান। এরইমধ্যে প্রকাশ পেয়েছে টিজার। যেখানে যুগলবন্দি মাধুরী-বিদ্যাকে দেখে মুগ্ধ সবাই। এবার এ ছবির গানের সঙ্গে নাচতে গিয়ে স্টেজে হুড়মুড়িয়ে পড়ে গেলেন বিদ্যা। কিন্তু ফিরে তাকালেন না মাধুরী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল শুক্রবার রাতে মুম্বাইয়ের এক অনুষ্ঠানে সিনেমার নতুন গান ‘ভুল ভুলাইয়া ৩.০’-এ নাচছিলেন মাধুরী-বিদ্যা। এসময় বিদ্যা বালান পরেছিলেন কালো শাড়ি। মাধুরী দীক্ষিত বেছে নিয়েছিলেন গোলাপী-সবুজ লেহেঙ্গা। সেসময় ঘটনাটি ঘটে।


বিজ্ঞাপন


images_(19)

এরইমধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, বিদ্যা-মাধুরী পাশাপাশি নাচছেন। হঠাৎ ভারসাম্য হারিয়ে পড়ে যান বিদ্যা। পড়েও ছন্দ পতন ঘটতে দেননি। নিজের ভঙ্গি বজায় রেখে নাচতে থাকেন। ওদিকে এমন ঘটনায় ফিরেও তাকাননি মাধুরী। নাচের মুদ্রা তুলতে ব্যস্ত ছিলেন। 

তবে বিদ্যা উঠে দাঁড়াতেই, মাধুরী এসে কাঁধ রাখেন তার কাঁধে। সেটাও নাচের মাধ্যমে। দুজনের এই বিশেষ মুহূর্ত জিতে নিয়েছে সকলের মন। তাদের নাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দর্শকরা হাততালি দিযতে থাকেন। 

disappointing-waste-screentime-vidya-balan-madhuri-dixits-classical-dance-face-off-ami


বিজ্ঞাপন


পড়ে যাওয়ার বিষয়টি শৈল্পিকভাবে সামলানোয় সামাজিক মাধ্যমে বিদ্যা-মাধুরীর প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। বিদ্যার প্রশংসা করে একজন লিখেছেন, ‘বাহ! তিনি পড়ে যাওয়ার পরও নাচটি সম্পূর্ণ করেছিলেন। এটাই আসল কথা’। মাধুরীকে নিয়ে অন্যজন লিখেছেন, ‘মাধুরীও কিন্তু ঘাবড়ে না গিয়ে নিজের নাচ চালিয়ে গিয়েছেন। পরে আবার ফিরে এসে সাহস দিলেন। ভীষণ সুন্দর’।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর