রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

একই দিনে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’-‘স্মাইল ২’ স্টার সিনেপ্লেক্সে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪, ০৬:৪৪ পিএম

শেয়ার করুন:

একই দিনে  ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’-‘স্মাইল ২’ স্টার সিনেপ্লেক্সে

হলিউড সিনেমার ভক্তদের জন্য আবারও সুখবর নিয়ে এলো স্টার সিনেপ্লেক্স। ২৫ অক্টোবর একসঙ্গে দুটি আলোচিত ছবি মুক্তি দিচ্ছে তারা। জনপ্রিয় সুপারহিরো সিনেমা ভেনম ফ্রাঞ্চাইজির নতুন ছবি ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’ বিশ্বব্যাপী মুক্তির দিন স্টার সিনেপ্লেক্সে দেখতে পাবেন দেশের দর্শকরা। ভেনম চরিত্রে এবারও অভিনয় করেছেন টম হার্ডি। এ ছাড়া থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর ও ক্লার্ক ব্যাকো। অন্য ছবিটি হলো সাইকো-হরর সিনেমা ‘স্মাইল ২’। ১৬ অক্টোবর আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া এই সিনেমাটি এরইমধ্যে দর্শকদের আকৃষ্ট করেছে। এটি পরিচালনা করেছেন পার্কার ফিন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগের মতো তারকারা। এরা সবাই প্রথম পর্বেও অভিনয় করেছিলেন।

ভেনম: দ্য লাস্ট ড্যান্স


বিজ্ঞাপন


হলিউডের জনপ্রিয় সুপারহিরো চলচ্চিত্র ভেনম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি অবশেষে মুক্তির জন্য প্রস্তুত। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল এর ওয়ার্ল্ড প্রিমিয়ার। সেখানে লাল গালিচায় হেঁটেছেন টম হার্ডি। এর আগে ২০২৩ সালের ৮ নভেম্বর মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। গত বছর হলিউডে ধর্মঘটের কারণে এর নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। গত বছরের নভেম্বরের শেষে ধর্মঘটের সমাপ্তির ফলে পুনরায় শুটিং শুরু হয় এর। অবশেষে এ বছরই পর্দায় আসছে ‘ভেনম: দ্য লাস্ট ড্যান্স’। টম হার্ডি ভেনম চরিত্রেই ফিরে আসছেন। এছাড়াও থাকছেন জুনো টেম্পল, চিওয়েটেল ইজিওফোর এবং ক্লার্ক ব্যাকো। এটি পরিচালনা করছেন কেরি মার্সেল। তিনি হার্ডির সাথে যৌথভাবে এর চিত্রনাট্যও লিখেছেন। প্রথম দুটি ছবি পরিচালনা করেছিলেন যথাক্রমে রুবেন ফ্লেশার এবং অ্যান্ডি সার্কিস। বক্স অফিসে সম্মিলিত ১.৩ বিলিয়ন আয় করেছিল সিনেমা দুটি। এবার প্রথমবারের মতো ফিচার ফিল্মের পরিচালনায় থাকছেন কেরি মার্সেল। এবারের ছবি প্রযোজনা করছেন আভি আরাদ, ম্যাট টলমাচ, অ্যামি পাসকাল, হাচ পার্কার, মার্সেল এবং টম হার্ডি।

স্মাইল ২

হলিউডের জনপ্রিয় সাইকো-হরর ফ্রাঞ্চাইজি ‘স্মাইল’-এর দ্বিতীয় কিস্তি ‘স্মাইল ২’। প্রথমটির মতো এটিও পরিচালনা করেছেন পার্কার ফিন। ‘স্মাইল’ শিরোনামে প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২২ সালে। ১৭ মিলিয়ন ডলার বাজেটের এই সিনেমা তখন ২১৭ মিলিয়ন আয় করেছিল। প্রথম ছবির বাণিজ্যিক সাফল্যের পরে প্যারামাউন্ট পিকচার্সের সাথে চুক্তিবদ্ধ হন এবং পরিচালক ও লেখক হিসেবে আবারও ফিরে আসেন পার্কার ফিন।

একজন পপ শিল্পীকে ঘিরে আবর্তিত হয়েছে ছবির গল্প। যিনি কিনা গান নিয়ে ট্যুরে যাওয়ার পরিকল্পনা করছেন, ঠিক সেসময় তার সাথে ঘটে চলে একের পর এক অলৌকিক ঘটনা। এমন প্রেক্ষাপটে কী করবে সে পপ স্টার কি করে রক্ষা সেই অশরীরী শক্তির হাত থেকে, কেনই বা এমন ঘটনার স্বীকার হলেন তিনি। এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে ‘স্মাইল ২’ সিনেমায়। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী নাওমি স্কট। সিনেমায় আরও অভিনয় করেছেন সোসি বেকন, পিটার জ্যাকবসন, কাইল গ্যালনার, লুকাস গেগের মতো তারকারা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর