সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সাদিয়া আয়মানের লাইভ-কাণ্ড, যা বলল দীপ্তপ্লে 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪, ০২:২৬ পিএম

শেয়ার করুন:

সাদিয়া আয়মানের লাইভ নিয়ে যা বলল দীপ্তপ্লে 

মধ্যরাতে ফেসবুক লাইভে এসে নেটিজেনদের আতঙ্কে ডোবান উঠতি অভিনেত্রী সাদিয়া আয়মান। তার কথাবার্তা নেটাগরিকরা ধারণা করেন অভিনেত্রী বিপদগ্রস্ত। এতে বেশ দুশ্চিন্তায় পড়েন তারা।

এর কিছুক্ষণ পরই লাইভটি মুছে দেন সাদিয়া। সেইসঙ্গে প্রকাশ করেন অয়েব ফিল্ম ‘বিভাবরী’র পোস্টার। ক্যাপশনে লেখা, ‘‘ঢাকার আনাচে কানাচে যাদের দেখা যাচ্ছে, যাদের ভয়ে আমি আপনি অনেকেই ভীত তাদের দেখা যাবে খুব দ্রুত... দীপ্তপ্লে অরিজিনাল ফিল্ম ‘বিভাবরী’তে। আসছে ‘বিভাবরী’ অনেক ভয় আর অন্যরকম গল্প নিয়ে।’’


বিজ্ঞাপন


পুরো বিষয়টি যে সাজানো ছিল বুঝতে বাকি থাকে না কারও। ক্ষীপ্ত হন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। সাদিয়াকে এক হাত নেন তারা। তোপের মুখে নিজের ফেসবুক অচল করে দেন সাদিয়া। এবার বিষয়টির বিষয়টির ব্যাখ্যা দিল দীপ্তপ্লে। 

দীপ্ত টিভির হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘আমরা যখন প্রচারণার পরিকল্পনা করি তখন অনেক পরিকল্পনা মাথায় আসে। সাদিয়ার লাইভের আগে আমরা কিছু ভিডিও ছেড়েছিলাম। সেখানে দেখা গেছে কালো কাপড় পরা এক লোক বিভিন্ন স্থানে হেঁটে বেড়াচ্ছে। আসলে আমরা বোঝাতে চেয়েছি সাদিয়াও ওই লোককে দেখেছেন। তার বাসার সামনে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে যাকে দেখে লাইভে এসেছে সে। আমাদের আগের ভিডিওর সঙ্গে সাদিয়ার লাইভের সংযোগ আছে বোঝাতে চেয়েছি। এটা আমরা প্রচারণার একটি অংশ হিসেবে ছেড়েছিলাম। কিন্তু বিষয়টি অন্যরকম হয়ে গেছে। এটা আমাদের অনিচ্ছাকৃত ভুল।’

এরপর বলেন, আমি গতকাল দেখলাম বিষয়টি খুব বেশি ভাইরাল হয়ে গেছে। আমরা আসলে এভাবে ভাবিনি। এর আগে নিকষ ওয়েব ফিল্মের প্রচারণা করেছিলাম আমরা। সেখানে তাসনিয়া ফারিণ প্রমোশনাল ভিডিওর শেষে শেষে বলে দিয়েছিলেন, এটা একটি প্রমোশনাল ভিডিও। কোনো কারণে সাদিয়ার লাইভে আমাদের সেটা করা হয়নি। এটা একদমই ঠিক হয়নি। ওই জায়গাটা পরিষ্কার রাখা দরকার ছিল।’ 

লাইভে যাওয়ার পরিকল্পনা ভুল সিদ্ধান্ত ছিল উল্লেখ করে আবু নাসিম বলেন, ‘লাইভ না করলে এরকম হতো না। তবে এটা সাদিয়ার দোষ না। আমরা যদি আগে দৃশ্যধারণ করে তারপর ছাড়তাম তাহলে সম্পাদনার জায়গা থাকত। যেটা এখানে ছিল না। এটা অসাবধানতাবশত হয়ে গেছে।’


বিজ্ঞাপন


সবশেষে ‘বিভাবরী দেখার আহ্বান জানিয়ে দীপ্তপ্লের এ বড় কর্তা বলেন, ‘আমি চাই বিভাবরী মানুষ দেখুক। কারণ কাজটি অনেক ভালো হয়েছে। সাদিয়া আয়মান ভালো অভিনেত্রী। এখানেও অনেক ভালো অভিনয় করেছেন।’

অনীশ দাস অপুর ছোটগল্প ‘মধ্যরাতের খাবার’ অবলম্বনে নির্মাণ করা হয়েছে ‘বিভাবরী’। এটি পরিচালনা করেছেন টিটো রহমান। সাদিয়া ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেওতি প্রমুখ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর