ফের আলোচনায় শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’-এর সাফল্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। এ অভিনেত্রীর শুরুটা হয়েছিল ‘আশিকি ২’-এর মাধ্যমে। এ ছবিতে তার বিপরীতে ছিলেন আদিত্য কাপুর। পর্দায় অভিনয় করেছিলেন মদ্যপ গায়ক রাহুল জয়কারের চরিত্রে। যে কি না ছিল শ্রদ্ধার প্রেমিক। বাস্তবে এরকম প্রেমিক পেলে কী করবেন অভিনেত্রী?
এরকম প্রশ্নের জবাবে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রদ্ধা স্পষ্ট জানান, বাস্তবে এমন কোনও পুরুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন না। তিনি বলেন, “এমন মানুষ বাস্তবে দেখলে আমি উল্টো দিকে হাঁটা দেব নিজের জীবন বাঁচাতে। দ্রুত পালানোর জন্য বেরিয়ে যাওয়ার রাস্তা খুঁজব।”
বিজ্ঞাপন

এ সময় অভিনেত্রী আরও বলেন, “আমি রূপকথার গল্পের মতো প্রেম চাই জীবনে। তাই কারও অর্ধেক প্রেমিকা হওয়া আমার দ্বারা হবে না।”
এদিকে সম্প্রতি প্রেমিক পাল্টেছেন শ্রদ্ধা। এর আগে চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে বেশ কিছু দিন সম্পর্কে ছিলেন অভিনেত্রী। কিন্তু সেই সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে তার হৃদয়ের দখল অন্য কারও হাতে। তবে তার নাম জানাননি অভিনেত্রী।

