আসছে ঈদে ‘বরবাদ’ হবেন শাকিবিয়ানরা। এটাই যেন পণ তাদের । পরিচালক মেহেদী হাসান হৃদয়ও তাদের মনোবাসনা পূরণ করতে প্রস্তুতি সম্পন্ন করেছেন। এবার শেষ হচ্ছে লাইট ক্যামেরা জ্বলে ওঠার অপেক্ষা।
এরইমধ্যে হৃদয় উড়ে গেছেন মুম্বাই। সেখান থেকেই জ্বলে উঠবে ‘বরবাদে’র ক্যামেরা লাইট। কবে কোথায় শুটিং শুরু হবে জানতে চাইলে ঢাকা মেইলকে হৃদয় বলেন, ‘২০ অক্টোবর তারিখ থেকে শুটিং শুরু হবে। মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে দৃশ্যধারণের কাজ।’
বিজ্ঞাপন
‘বরবাদ’ টিমের সঙ্গে কিং খান কবে যোগ দিবেন জানতে চাইলে নির্মাতা বলেন, ‘‘আগামী ২৪ অক্টোবর থেকে শাকিব ভাই যোগ দেবেন।’
কিং খানকে নিয়ে নিজের প্রথম সিনেমার শুটিং শুরু করতে যাচ্ছেন হৃদয়। স্বপ্নের যাত্রা বলে আখ্যায়িত করে বলেন, ‘স্বপ্নের যাত্রা শুরু করছি। ভেতরে ভেতরে উত্তেজনা কাজ করছে। সবকিছু ভালোভাবে শেষ করতে চাই।’
বিজ্ঞাপন
ছবির ৮০ শতাংশ শুটিং দেশের বাইরে হবে। এর আগে হৃদয় বলেছিলেন, ‘‘এটা পুরোদমে অ্যাকশন ঘরানার গল্প। অ্যাকশনধর্মী গল্পেও কিন্তু প্রেম ভালোবাসা থাকে। ‘তুফান’, ‘প্রিয়তমা’, ‘রাজকুমারে’ ছিল। সেরকম প্রেম ভালোবাসা আছে তবে অ্যাকশনই এর প্রাণ। আমার বিশ্বাস এরকম অ্যাকশন এর আগে বাংলাদেশে দেখানো হয়নি।’’
‘বরবাদে’র মাধ্যমে শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধছেন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এছাড়া দুই বাংলার ডাকসাইটে শিল্পীরা থাকবেন বলে জানিয়েছেন পরিচালক। আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে আসবে ‘বরবাদ’।