বাবা সিদ্দিকি হত্যার দায় স্বীকার করেছে সালমান খানের হুমকিদাতা লরেন্স বিষ্ণোই গ্যাং। এছাড়া সালমানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনার তদন্তে শুভম লোনকারের নাম উঠে এসেছিল। সিদ্দিকির খুনের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের তালিকায়ও তার নাম রয়েছে। এবার ধরা পড়ল ভাইজানের বাড়িতে গুলি ছোড়া শুটার।
ভারতীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সালমানের বাড়িতে গুলি ছোড়া শুটার সুখা মূলত লরেন্স গ্যাংয়ের সদস্য। তাকে মুম্বাই পুলিশ স্থানীয় পুলিশের সহায়তায় পানিপথ ২৯ নম্বর সেক্টর থেকে গ্রেফতার করে। রেল কালান গ্রামের বাসিন্দা সুখখ সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। বৃহস্পতিবার তাকে নবি মুম্বাইয়ে আনার পর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
গত জুনে মুম্বাইয়ের পানভেলের কাছে নিজের ফার্মহাউসে যাওয়ার পথে সলমানকে টার্গেট করার ছক কষেছিল বিষ্ণোই গ্যাং। ২০২৪ সালের ১৪ এপ্রিলে ভাইজানের বাসভবনের বাইরে গুলি চালানো হয়।
সেসময় এর দায় স্বীকার করেন লরেন্স বলেছিলেন, আমাদের সমাজ সালমানের ওপর রাগে ফুঁসছে। আমাদের অপমান করেছেন। তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বটে, কিন্তু তিনি কখনও ক্ষমা চাননি। যদি ক্ষমা না চান তবে যেকোনো ধরনের ঘটনার জন্য তৈরি থাকতে হবে তাকে। আমি কারও কথা শুনব না।’

