শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফের বিতর্কে আলিয়ার নতুন সিনেমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

ফের বিতর্কে আলিয়ার নিতুন সিনেমা 

বলিউডে এক যুগ ধরে আছেন আলিয়া ভাট। বেশকিছু জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ায় পথটা বেশ মসৃণ তার। এবার পড়েছেন বেকায়দায়। মুক্তিপ্রাপ্ত জিগরা ছবি ঘিরে একের পর এক বিতর্ক তৈরি হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

এবার জিগরা নিয়ে অভিযোগ তুলেছেন ভারতের মণিপুরী অভিনেতা বিজৌ থাংজাম। সিনেমাটিতে রাখতে চেয়েও রাখা হয়নি বিজৌকে। সামাজিক আমধ্যমে বিষয়টি জানিয়েছেন তিনি। 
‘মেরি কম’, ‘শিবায়’, ‘জগ্গা জাসুস’, ‘বড়ে মিঞা ছোটে মিঞা’র মতো একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন বিজৌ। মণিপুরের ৩৮ বছরের অভিনেতার অভিযোগ, গত বছর তাকে ‘জিগরা’য় অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। এজন্য দুই বার নিজের অডিশনের দিয়েছিলেন। গোটা ডিসেম্বর মাস শুটিংয়ের জন্য বুক করা হয়েছিল। কিন্তু শুটিংয়ের তারিখ নিশ্চিতভাবে জানানো হয়নি। 


বিজ্ঞাপন


এদিকে বক্স অফিসে কোমর সোজা করেদ দাঁড়াতে পারছে না জিগরা। গেল অক্টোবর মুক্তি পাওয়া এ ছবিটি প্রথম দিনই নিরাশ করেছে। আয়ের ঝুলিতে তুলেছে ৪ কোটি ২৫ লাখ রুপি। এতে হতাশ আলিয়া অনুরাগীরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর