শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ফেসবুকে আবেগী স্ট্যাটাস, ‘বিদায়’ বললেন জয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৪, ০১:০৮ পিএম

শেয়ার করুন:

ফেসবুকে আবেগী স্ট্যাটাস, ‘বিদায়’ বললেন জয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হচ্ছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। অভিনেতা সামাজিক মাধ্যমে এবার জানিয়েছেন সহকর্মীরা এড়িয়ে চলছেন তাকে। এমনকি কাজও হারাচ্ছেন তিনি। 

নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জয়। সেখানে লিখেছেন, ‘ত্রিভুজ ওয়েব ফিল্মটির প্রতি আমার অনেক অনেক শুভকামনা। এই ফিল্মটিতে বাকি সবার মতো আমিও একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। আমার পরিচালক, প্রযোজক ও সহশিল্পীরা আমার অভিনয়ে সন্তুষ্ট হয়েছেন।’


বিজ্ঞাপন


এরপর লেখেন, ‘ছবিটির কোনো প্রমোশনে আমার ছবি ব্যবহার করা হয়নি এবং আমাকে ট্রেলারেও ব্যবহার করা হয়নি। আমার অপরাধ কী? বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতার পর একমাত্র আমিই শিল্পী হিসেবে বহুবার কথা বলেছি আমার অবস্থান পরিষ্কার করেছি।’

জয় আরও লেখেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব ছোট ছোট ছোট ব্যাপারকে বড় বানিয়ে আমাকে ট্রল করে আজকে আমার রিজিক কেড়ে নিলেন। কারণ এই কাজ আমার রিজিক। পোস্টারে আমার ছবি না থাকা প্রমাণ করে অভিনয় জগতে আমার ভবিষ্যৎ কি?’

এরপর জয় লিখেছেন, ‘রায়হান রাফী ব্ল্যাক মানিতেও আমি ছিলাম। একদিন ফোন করে বলল কর্তৃপক্ষ বলেছে আপাতত আপনাকে অ্যাভয়েড করতে। অথচ তিন মাস ধরে আমি রাফীর এই কাজটা করার স্বপ্নে ছিলাম। তাহলে কি ধরেই নেব বিদায় অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। ধন্যবাদ সবাইকে।’

এদিকে জয়ের এই পোস্টেও নেটিজেনদের অনেকে কটাক্ষ করেছেন। কেউ সমবেদনাও জানিয়েছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর