দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। অভিষেক হলো শাকিব খানের। ঢাকা ক্যাপিটালসের কর্ণধার তিনি। আজ বিপিএলের নিলামে অংশ নিয়েছেন সুপারস্টার। এরইমধ্যে দেশের দুই ক্রিকেটারকে কিনেছেন দলের জন্য। এবার নিলেন বিদেশি খেলোয়াড়।
ঢাকা ক্যাপিটালসের জন্য পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার সাইম আইয়ুবকে নিয়েছেন শাকিব খান। সাইম আইয়ুব দেশটির ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। ২২ বছরের এ খেলোয়াড়ের ঝুলিতে টেস্ট ক্রিকেটে পাকিস্তানের হয়ে দুটি অর্ধশত রয়েছে। তাকে দলে ভেড়াতে শাকিবের দলের খরচ হয়েছে সত্তর হাজার মার্কিন ডলার।
বিজ্ঞাপন

বিপিএলের নিলামে প্রথম রাউন্ডে শাকিব নেন জাতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ও ব্যাটার লিটন কুমার দাসকে নেন শাকিব। পরের রাউন্ডে নেন জাতীয় ক্রিকেট দলের ব্যাটার হাবিবুর রহমান সোহানকে।
মুক্তির অপেক্ষায় আছে শাকিবের প্যান ইন্ডিয়ান ‘দরদ’। কিছুদের মধ্যেই মুম্বাইয়ে জ্বলে উঠবে তার ‘বরবাদ’ । আলফা আই, চরকি, এসভিএফের সঙ্গে যুক্ত হতে পারেন নতুন আরও একটি সিনেমায়।

