সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জসীমের বড় বোন হয়েছিলেন শাবানা! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

জসীমের বড় বোন হয়েছিলেন শাবানা! 

ঢালিউডের যে জুটিরা আজও দর্শকের হৃদয় দখল করে আছেন তাদের মধ্যে শাবানা-জসীম অন্যতম। তাদের রসায়ন দাগ কেটে আছে মানুষের মনে। তবে শুধু প্রেমিক বা স্বামী নয়, পর্দায় শাবানার ভাই হিসেবেও দেখা গেছে জসীমকে।

‘অবদান’, ‘মাস্তান রাজা’সিনেমা দুটিতে জসীমের বড় বোনের চরিত্রে অভিনয় করেন শাবানা। ব্যবসাসফল হয়েছিল সিনেমা দুটি। এরপর আর কোনো ছবিতে ভাই বোনের সম্পর্কে দেখা যায়নি তাদের। 


বিজ্ঞাপন


শাবানার বিপরীতে জসিম অভিনীত প্রথম ছবির নাম ‘ওমর শরীফ’। এ ছবি দিয়েই ক্যারিয়ারের মোড় ঘুরে যায় জসিমের। সেইসঙ্গে ঢালিউড পায় এক দুর্দান্ত অভিনেতা, যিনি দীর্ঘদিন রাজত্ব করে গেছেন পর্দায়।

আজ ৮ অক্টোবর জসীমের মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে না ফেরার দেশে চলে যান জনপ্রিয় এই চিত্রনায়ক। দেখতে দেখতে ২৬ বছর হয়ে গেছে এই অভিনেতার চলে যাওয়ার। তবে সিনেমাপ্রেমীদের মনে আজও বেঁচে আছেন তিনি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর