শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়েন সোহেল রানা? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ০১:১০ পিএম

শেয়ার করুন:

কেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়েন সোহেল রানা? 

অভিনয়ে নাম লেখানোর আগেই রাজনীতিতে নাম লিখিয়েছিলেন নন্দিত চিত্রনায়ক সোহেল রানা। পরে সিনেমায় নিয়মিত হলে রাজনীতিতে অনিয়মিত হন তিনি। কয়েক বছর অভিনয়ে অনিয়মিত হতেই নিয়মিত হয়েছেন রাজনীতিতে। সম্প্রতি ঘোষণা দিয়েছেন নতুন রাজনৈতিক দলের।

এদিকে দীর্ঘ সময় সোহেল রানা সক্রিয় ছিলেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। পরে যোগ দেন জাতীয় পার্টিতে। এক সময় সে দলের সংস্পর্শও ত্যাগ করেন। এবার সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ত্যাগের কারণ।


বিজ্ঞাপন


সোহেল রানার কথায়, ‘আদর্শগত জায়গাটাতে ছাড় দিতে রাজি হইনি কোনোদিন। আমাদের নতুন দলে কিন্তু আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বর্ষীয়ান রাজনীতিবিদরাও থাকবেন। আমার গ্রামে এখনও এমন মানুষ আছেন, যিনি এক মুজিব ও এক আওয়ামী লীগে বিশ্বাসী। তাদের বঞ্চিত হতে দেখেছি বছরের পর বছর। তাদের আদর্শের কাছে হাইব্রিড নেতারা নস্যি।’

এরপর আওয়ামী লীগ ত্যাগ প্রসঙ্গে বলেন, ‘যে বছর আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল (২০০৯) সে বছরই আমি দলটি ছেড়েছিলাম। তাদের অনেক কর্মকাণ্ড পছন্দ হচ্ছিল না। আমার আদর্শের সঙ্গে যাচ্ছিল না। একই কারণে জাতীয় পার্টিও ছেড়েছি (২০২০ সালে)।’


বিজ্ঞাপন


প্রায় ছয় বছর হলো অঘোষিতভাবে ঢালিউড ছেড়েছেন সোহেল রানা। বিশেষ কোনো চরিত্র ছাড়া অভিনয়ের ইচ্ছা নেই। এ নায়ক জানান, কেউ যদি জেনারেল আতাউল গনি ওসমানীর চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, তবে করবেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর