ঢালিউডের যে কজন পরিচালকের নামের ওজন অন্যদের চেয়ে বেশি তাদের মধ্যে অন্যতম শহীদুল ইসলাম খোকন। বাণিজ্যিক ছবিতে মৌলিক গল্প, মার্শাল আর্ট, জনপ্রিয় গানের সন্নিবেশ ঘটিয়েছেন তিনি। তার ছবিতে নতুন কিছু খুঁজে পেতেন দর্শক।
পরিচালক হিসেবে সর্বোচ্চ টাকা পারিশ্রমিকও হাঁকিয়েছেন খোকন। ক্যারিয়ারে ৪০টি ছবি নির্মাণ করেছেন। অধিকাংশই হলে লাইন ধরে দেখেছেন দর্শক। তার মাধ্যমেই দর্শক চিনেছেন জনপ্রিয় নায়ক রুবেলকে।
বিজ্ঞাপন
শহীদল ইসলামের অসংখ্য ছবিতে অভিনয় করেছেন রুবেল। ফলে খুব কাছে থেকে গুণী এ নির্মাতাকে দেখেছেন। খোকন মারা গেছেন। কেটে গেছে লম্বা সময়। এসেছেন অনেক নির্মাতা। কিন্তু শহীদুল ইসলাম খোকনের সঙ্গে তুলনা করার মতো কাউকে পাননি রুবেল। এবার পেলেন। জনপ্রিয় পরিচালক রায়হান রাফীর মাঝে শহীদুল ইসলাম খোকনের গুণাবলী পাচ্ছেন তিনি।

রাফীর হাত ধরে ওটিটি মাধ্যমে নাম লেখাচ্ছেন রুবেল। পরিচালকের প্রথম ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’তে থাকছেন তিনি। গতকাল ৫ অক্টোবর এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শহীদুল ইসলাম খোকনের সঙ্গে রাফীকে তুলনা করেন রুবেল।
তার কথায়, ‘আপনারা সকলেই জানেন আমি শহীদুল ইসলাম খোকনের টানা ২৭টি ছবি করেছি। সব সময় বলে এসেছি শহীদুল ইসলাম খোকনের মতো পরিচালক আর পাব না। কিন্তু দীর্ঘদিন পর মনে হচ্ছে রায়হান রাফীর মধ্যে সে ধরনের গুণাবলী আছে।’
বিজ্ঞাপন
রুবেল বলেন, ‘শহীদুল ইসলাম খোকন বলতে আমার আলাদা এক অনুভূতি কাজ করে। কারণ তিনি আলাদা একটি বিষয়। রাফীকে দেখে মনে হয়েছে আমরা শহীদুল ইসলাম খোকনের মতোই একজনকে পেতে যাচ্ছি যিনি কিনা আরও ভালো কিছু করবেন বলে প্রত্যাশা আমার।’
এসময় রাফীর সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘রাফীর ছবির ক্লিপ দেখেছি। আমার ভালো লেগেছে। তখন থেকে প্রত্যাশা ছিল তার সঙ্গে কাজের সুযোগ এলে করব। আমি কৃতজ্ঞ রাফী ও প্রযোজকের কাছে এরকম একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে।’
‘ব্ল্যাক মানি’র শুটিং শুরু হবে আগামীকাল ৭ অক্টোবর থেকে। এটি বঙ্গ থেকে মুক্তি পাবে নভেম্বরের শেষে। রুবেল ছাড়াও অভিনয় করবেন পূজা চেরী, সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার প্রমুখ।

