রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছোটবেলায় পূজায় পরিপূর্ণতার ব্যাপারটা ছিল: বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩১ পিএম

শেয়ার করুন:

ছোটবেলা পূজায় পরিপূর্ণতার ব্যাপারটা ছিল: বাপ্পা মজুমদার

সাদা মেঘ আর শ্বেত শুভ্র কাশ ফুল বলে দেয় শরৎ এসেছে। মাসটির অপেক্ষায় মুখিয়ে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। কেননা এসময় বাবার গৃহে আসেন দূর্গতিনাশিনী দেবী দূর্গা। তার আগমনে ঢাকের বোল, শাঁখের ধ্বনি, কাসার থাল বেজে ওঠে প্রাণ খুলে। শুরু হয় শারদীয় দুর্গোৎসব। এসময় পূজার পরিকল্পনা ও ব্যস্ততায় কাটে হিন্দু সম্প্রদায়ের দিন।

এবারও তার ব্যতিক্রম নেই। পূজার ব্যস্ততা শুরু হয়েছে। ঢাকায় দুর্গোৎসব উদযাপন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। ঢাকা মেইলকে তিনি বলেন, ‘পূজায় ঢাকায়ই আছি। কাজকর্মের ব্যস্ততাও আছে। এখনও সেভাবে পরিকল্পনা করিনি। দেখা যাক কী করা যায়। তবে বিভিন্ন মন্ডপে যাব।’ 


বিজ্ঞাপন


367954912_827909925367734_7984589767833158955_n

ছোটবেলা-বড়বেলার পূজায় তফাৎ খুঁজে পান ‘দিন বাড়ি যায়’র গায়ক। তার কথায়, ‘ছোটবেলায় বাড়িতে পূজা হতো। বাবা-মা সবাই ছিলেন। ভীষণ আনন্দ হতো। জাকজমক ও পরিপূর্ণতার একটা ব্যাপার ছিল। এখন বাবা-মা চলে গেছেন সেই পরিপূর্ণতা আর পাই না। আনন্দটাও বদলে গেছে। আমি বাবা হয়েছি। সবাইকে নিয়ে মন্ডপে যাই। এভাবেই কেটে যায়।’

পূজা উপলক্ষে কোনো গান আসছে কি না জানতে চাইলে বাপ্পা জানান, নতুন একটি অ্যালবাম আসছে তার। তিনি বলেন, ‘‘আমরা একটা অ্যালবাম করছি। শিগগিরই আসছে। নাম ‘অনুভব’। এটি গজল আঙ্গিকে বাংলা গান। কয়েকদিনের মধ্যেই প্রথম গানটা আসবে।’’

285173391_559262848899111_287790289967271807_n


বিজ্ঞাপন


এদিকে ১৮ অক্টোবর মঞ্চে নব্বই দশক নামাবে চার ব্যান্ড। বাপ্পা মজুমদারের দলছুট থাকবে। রাজধানীর পূর্বাচলের ঢাকা অ্যারেনায় 'ঢাকা রেট্রো’ নামের সে কনসার্টে আরও গাইবে নগরবাউল জেমস, আর্ক, মাইলস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর