বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ঢাকা

সার্টিফিকেশন বোর্ডের কাজ শুরু, মুক্তির অনুমতি প্রাপ্তবয়স্কদের ছবির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম

শেয়ার করুন:

সার্টিফিকেশন বোর্ডের কাজ শুরু, মুক্তির অনুমতি প্রাপ্তবয়স্কদের ছবির 

সেন্সর বোর্ড বিলুপ্তির পর গঠন করা হয়েছে সার্টিফিকেশন বোর্ড। প্রাপ্তবয়স্কদের ছবি মুক্তির অনুমতিদানের মাধ্যমে কাজ শুরু হলো বোর্ডের। 

গতকাল সোমবার দুটি সিনেমার প্রদর্শনী হয়েছে সার্টিফিকেশন বোর্ডে। সেখান থেকে জানা গেছে, গ্রেডেশন পদ্ধতিতে বোর্ডের প্রথম প্রাপ্তবয়স্কদের সিনেমা মুক্তির জন্য অনুমতি দেওয়া হয়েছে। ছবি দুটি হলো— ‘ভয়াল’ ও ‘রাজকুমারী’।


বিজ্ঞাপন


‘ভয়াল’ সিনেমাটি প্রাপ্তবয়স্কদের জন্য প্রদর্শনের অনুমতি দিচ্ছে সার্টিফিকেশন বোর্ড। সিনেমাটি ‘এ’ গ্রেডে ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন সার্টিফিকেশন বোর্ডের সদস্য জাহিদ হোসেন।

এ নির্মাতা বললেন, ‘সিনেমাটির সংলাপ, শয্যাদৃশ্য, প্রেগন্যান্সিসহ বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। এ কারণে এটি শিশুদের জন্য নয়। শুধু প্রাপ্তবয়স্কদের দেখার অনুমতি দেওয়া হচ্ছে।’

রাজকুমারী সিনেমার কয়েকটি জায়গায় আপত্তি আছে জানিয়ে তিনি উল্লেখ করেন, সেগুলো কর্তনের পর ছাড়পত্র দেওয়া হবে।

গেল ২২ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডের যাত্রা শুরু হয়। ১৫ সদস্য-বিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে বোর্ডের সদস্য সচিব করা হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর