মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের সম্পর্কের ভাঙনের খবর কারও অজানা নয়। তবে সদ্য প্রাক্তন মালাইকার দুঃসময়ে অভিমান ভুলে ছুটে এসেছেন অর্জুন। অভিনেত্রীর বাবা অনীল অরোরার মৃত্যুর খবর পেয়েই ছুটে এসেছেন অর্জুন।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ৬ তলা বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন মালাইকার বাবা। বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা রয়েছেন ঘটনাস্থলে। এখনও পর্যন্ত কোনোরকম সুইসাইড নোট পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।
বিজ্ঞাপন
এদিকে মালাইকা বা তার পরিবারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি। পুণেতে ছিলেন। খবর পেয়েই রওনা দিয়েছেন।
গাড়ি থেকে নেমেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেল মালাইকাকে। বোন অমৃতা অরোরাও স্বামী শাকিল লাদাককে নিয়ে পৌঁছেছেন। অর্জুন কাপুরকে দেখা গেল সাদা পোশাকে মালাইকার বাড়িতে প্রবেশ করতে। শোকে মূহ্যমান হয়ে পড়েছেন তিনিও।
এদিকে মালাইকা-অরোরার বিচ্ছেদের গায়ে এখনও সীলমোহর পড়েনি। বিভিন্ন ঘটনায় আভাস পাওয়া গেছে দুটি মন আর নেই একসাথে। তবে নিজেরা এ নিয়ে মুখ খোলেননি।

