মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

ধর্ষণের প্রতিবাদে নীরব কেন অনির্বাণ— জবাব তার স্ত্রীর  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪১ এএম

শেয়ার করুন:

loading/img

আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তাল পশ্চিমবঙ্গ। এই চরম অন্যায়ের প্রতিবাদে রাস্তায় নেমেছে সকল শ্রেণীর মানুষ। দলে দলে যোগ দিয়েছেন টলিউড তারকারা। দিন-রাত রাস্তায় মিছিল সমাবেশ করে যাচ্ছেন তারা। সেই তালিকায় নেই শুধু অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের নাম।

আরও পড়ুন: শ্রীলেখার পর যৌন হেনস্তার অভিযোগ পুরুষ অভিনয়শিল্পীর

এদিকে অনির্বাণের স্ত্রী নাট্যকর্মী মধুরিমা গোস্বামীও গলা চড়িয়েছেন ধর্ষক ও হত্যাকারীর বিচারের দাবিতে। গতকাল রোববার যোগ দিয়েছিলেন মহামিছিলে। হেঁটেছেন কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলা পর্যন্ত। সেখানে যেমন ঘটনার বিচার চেয়েছেন তেমনই স্বামীর অনুপস্থিতির ব্যাখ্যাও তাকেই দিতে হয়েছে।

anirban-and-madhurima

মধুরিমা মনে করছেন প্রতিবাদ করা বা মিছিলে নামার সিদ্ধান্ত একান্তই নিজের। কাউকে দেখে বা শিখে নয়। অনির্বাণের ক্ষেত্রেও এরকম ব্যাখ্যা দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি আসলে আমার লড়াই লড়তে নেমেছি। যাদের সঙ্গে সহমত পোষণ করেছি, তাদের সঙ্গে মিছিলে এসেছি। তবে প্রত্যেকেরই প্রতিবাদের ভিন্ন ভাষা থাকে। আমি রাস্তায় নেমেছি বলেই সকলকে রাস্তায় নামতে হবে এমন নয়। আমি কাউকে দেখে রাস্তায় নামিনি। আমার মনে হয়েছে রাস্তায় নাম উচিত। তাই নেমেছি।”

আরও পড়ুন: আরজি কর কাণ্ডে মোদির কাছে যে আবেদন শুভশ্রীর

অনির্বাণের প্রতিবাদের ভাষার সঙ্গে পরিচিত নন উল্লেখ করে মধুরিমা আরও বলেন, “আমি আসলে এখন এই বিষয়টার বাইরে অন্য কিছু দেখার সময়ই পাচ্ছি না।” 

wN9nHRiZApNfPUo9p6kT

সবশেষে আরজি কর ঘটনার বিচার নিয়ে মধুরিমার সোজা উত্তর, “আমাদের আর আশা করার কোনো জায়গা নেই। আমরা বিচার ছিনিয়ে নেবই। তার জন্য যত দিন সময় লাগবে আমরা রাস্তায় থাকব। আমাদের সংগঠনে ভিন্ন মতের মানুষ রয়েছে। কিন্তু সকলের দাবি একটাই। আইনজীবীরাও রয়েছেন। ভবিষ্যতে আইন বদলানোর প্রয়োজনে কী করা যায়, সেটাও সকলে দেখব।”

মধুরিমা ছাড়াও রোববারের মিছিলে যোগ দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়, বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেনসহ টলিউডের ডাকসাইটে অভিনয় শিল্পীরা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


News Hub