মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ঢাকা

আরশের সঙ্গে ভাই ব্রাদার টাইপের সম্পর্ক ছিল: তানিয়া বৃষ্টি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম

শেয়ার করুন:

loading/img

নাটক-সিনেমায় জুটি বেঁধে কাজ করতে গিয়ে অনেকেই বাস্তব জীবনে জুটি বেঁধেছেন। সংখ্যাটা কম নয়। অনেকদিনের গুঞ্জন, আরশ খান ও তানিয়া বৃষ্টি নাকি সে পথেই হাঁটছেন। চুটিয়ে প্রেম করে বেড়াচ্ছেন তারা। তবে বিষয়টি গুজব বলে উড়িয়ে দিলেন তানিয়া বৃষ্টি। সংবাদমাধ্যমকে জানালেন প্রেম নয়, ভাই ব্রাদারের মতো সম্পর্ক তাদের।
 

এর আগে আপনার ফেসবুক পোস্ট ঘিরে কিছু অনলাইনে খবর প্রকাশ পায়, অভিনেতা আরশ খানের সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে, এমনকি বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল? এই প্রসঙ্গে কী বলবেন? এমন প্রশ্নের জবাবে তানিয়া বলেন, ‘আমাদের মধ্যে আসলে প্রেম বা সম্পর্ক এমন কিছু না। আমরা শুরু থেকেই একসঙ্গে অনেক নাটকের শুটিং করেছি। সেই কারণেই অনেকে অনেক কথা বলেন। একসঙ্গে অভিনয় করার কারণে অনেক সময় ফেসবুকে পোস্ট করা বা কিছু লিখেছি। সম্পর্ক বা তেমন কিছু না।’


বিজ্ঞাপন


অভিনেত্রী আরও বলেন, ‘আমরা একসঙ্গে অনেক নাটকের জুটি হওয়ার কারণে আমাদের সম্পর্ক অনেক ক্লোজ ছিল। আমরা ভাই–ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম। আমাদের কাছাকাছি বাসাও ছিল। তখন আমাদের অনেক কাজ হয়েছে। এখন আগের মতো আমরা একসঙ্গে অভিনয় করছি না। এখন আমাদের মধ্যে ওই ফ্রেন্ডশিপ নাই।’

অনেক বছর ধরেই আরশ-তানিয়ার প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে দেশের শোবিজ অঙ্গনে। সামাজিক মাধ্যমেও দুজনের কর্মকাণ্ড সন্দেহের যোগান দিত নেটিজেনদের। একাধিকবার বিষয়টি হয়েছে সংবাদের শিরোনাম। অতঃপর আরশ সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করলেন তানিয়া বৃষ্টি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন