রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

পরিস্থিতির ওপর নির্ভর করছে ‘দরদ’-এর মুক্তি 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৪, ০৬:২৩ পিএম

শেয়ার করুন:

পরিস্থিতির ওপর নির্ভর করছে ‘দরদ’-এর মুক্তি 

সুপারস্টার শাকিব খানের অনুরাগীরা মুখিয়ে আছেন ‘দরদ’ সিনেমার অপেক্ষায়। প্রিয় তারকার প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা। সঙ্গে বলিউড তারকা সোনাল চৌহান। সবমিলিয়ে সোনায় সোহাগা যেন। ওই জায়গা থেকে অপক্ষার প্রহর কাটছে না। কিন্তু সময় পক্ষে নেই। 

সবশেষ ‘দরদ’-এর নির্মাতা অনন্য মামুন জানিয়েছিলেন ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। তবে একের পর এক জাতীয় সমস্যা যেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে যখন ছাত্র-জনতার বিজয় হলো ঠিক তখন প্লাবিত দেশের দক্ষিণাঞ্চল। বন্যার্তদের দুর্দশা মাথায় নিয়ে সিনেমা হলে যাওয়ার মানসিকতা কারও নেই বললেই চলে। ফলে নির্ধারিত তারিখে ছবিটির মুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না মামুন।


বিজ্ঞাপন


shakib-sonal--20240214143053

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো সিদ্ধান্তই নিতে পারছি না। একের পর এক সমস্যা সৃষ্টি হচ্ছে। সমাধান না হতেই আরেক সমস্যার শুরু হচ্ছে। সে কারণে আমরা আপাতত বিষয়টি নিয়ে ভাবছি না। সব মিলিয়ে সময় স্থির হলে সিদ্ধান্ত নেব।’

‘দরদ’ মুক্তির কথা ছিল গেল ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। তবে সেটি সম্ভব হয়নি। এরপর কেটে গেছে ছয় মাস। পরিস্থিতি পক্ষে না এলে মুক্তিও সম্ভব না। এ অবস্থায় দর্শক কি কিং খানের ছবি থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন বলে আশঙ্কা করছেন— জানতে চাইলে নির্মাতা বলেন, ‘‘আমার মনে হয় না সেরকম হবে। কেননা ‘পুষ্পা’র মতো বড় ছবির মুক্তির তারিখ পাঁচ বার পরিবর্তন হয়েছে। এটা কোনো ব্যাপার না।’’

mamun


বিজ্ঞাপন


তবে কি ফের পেছাচ্ছে ‘দরদ’-এর মুক্তি— জবাবে পরিস্থিতির ওপর সব ছেড়ে দিলেন নির্মাতা। তার কথায়, ‘আমারা এখনও ধরে রেখেছি সেপ্টেম্বরে মুক্তি দেব। তবে সেটা নির্ভর করছে পরস্থিতির ওপর। একটা নির্দেশনা দরকার। সময় অনুকূলে আসা প্রয়োজন।’ 

জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা ‘দরদ’। গত বছর শুরু হয় এ ছবির দৃশ্যধারণের কাজ। বাংলা, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম, কর্ণাটক— ছয়টি ভাষায় মুক্তি পাবে ছবিটি।

দরদ_চলচ্চিত্রের_পোস্টার

এতে শাকিব-সোনাল ছাড়াও রয়েছেন বাংলাদেশের সাফা মারওয়া। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটির প্রযোজক পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর