মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ঢাকা

বন্যার্তদের নিয়ে অপুর পোস্ট, নেটিজেনরা বললেন নাটক কম করো পিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৪, ১২:১৫ পিএম

শেয়ার করুন:

loading/img

বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নীরব ছিলেন অপু বিশ্বাস। দেশের মানুষ ভালোভাবে নেয়নি বিষয়টি। সরকার পতনের পর ছাত্রদের অভিনন্দন জানিয়েও বিশেষ সুবিধা করতে পারেননি। উল্টো নেটিজেনরা তাকে সুবিধাবাদী বলে সম্বোধন করেন। এবার বন্যা পরিস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেও পড়েছেন তোপের মুখে।
গতকাল রোববার নিজের ফেসবুকে ত্রাণ সংগ্রহের একটি ভিডিও প্রকাশ করে অপু লেখেন, ‘দেশে আকস্মিক বন্যায় অসহায় হয়ে পড়া মানুষের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটু উপহার।’

এরপর লেখেন, ‘দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি হওয়ায় মনটা ভালো নেই। অসহায় হয়ে পড়া মানুষগুলোর আর্তনাদ দেখলে মন চায় ছুটে যাই তাদের কাছে। অসহায় বাচ্চাদের মায়াবী মুখগুলো দেখলে বুকটা ছটফট করে, কারণ আমার নিজেরও ছেলে আছে। এইসব ছোট্ট বাচ্চাদের মাঝে আমি আমার ছোট্ট জয়কে খুজে পাই। কিন্তু আমার একমাত্র ছেলে জয়কে রেখে তাদের কাছে ছুটে যেতে পারছি না।’


বিজ্ঞাপন


আরও লেখেন, ‘বন্যার প্রথম থেকে আমি আমার জায়গা থেকে বিভিন্ন টিম, ফাউন্ডেশনে সহায়তা করে চেষ্টা করে যাচ্ছি বন্যার্থদের পাশে থাকার। আমরা সবার যার যার জায়গা থেকে বন্যায় অসহায় হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াই। তাহলেই ঘুরে দাঁড়াবে আমাদের সোনার বাংলাদেশ।’

বানভাসিদের নিয়ে অন্য তারকাদের উদ্যোগ প্রশংসায় ভাসালেও অপুর ক্ষেত্রে হয়েছে উল্টো। তার কথায় কেউ কর্ণপাত করেননি। রীতিমতো এক হাত নিয়েছেন বেশিরভাগ মন্তব্যকারী। কটাক্ষ ও আক্রমণাত্মক মন্তব্যে জর্জরিত করেছেন অভিনেত্রীকে।

একজন লিখেছেন, ‘ছোট্ট জয়কে রেখে বন্যার্তদের পাশে দাঁড়াতে পারছে না, অথচ এই জয়কে রেখে দিনরাত চব্বিশ ঘন্টা বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়। এখানে সেখানে ফিতা কেটে বেড়ায়। অন্য একজন লিখেছেন, ইমেজ ক্লিয়ার করে নিল।’ আরেকজন লেখেন, ‘নাটক কম করো পিও। সাধারণ মানুষ আর বোকা নাই। তোমার ধান্দাবাজি মানুষ ধরে ফেলেছে। মানুষের সিম্প্যাথি পাওয়ার অপচেষ্টা চলছে।’

এদিকে দীর্ঘদিন অপুর ফেসবকে প্রোফাইল পিকচারে ছিল শেখ হাসিনার ছবি। হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে অপুও নিজের ফেসবুক থেকে সরিয়ে ফেলেন শেখ হাসিনাকে। বিষয়টি চোখে পড়েছে অনেকের। 


বিজ্ঞাপন


একজন লিখেছেন, ‘হাসিনার সাথে আপনার ছবি গেল কোথায়? এত নির্লজ্জের মত পল্টি কেমনে মারতে পারেন?’ এছাড়া নাটকবাজ, দালালসহ বিভিন্ন অপমানজনক বিশেষণে নেটাগরিকরা বিশেষায়িত করেছেন অপুকে। তবে সেসবের কোনো উত্তর দেননি নায়িকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন