ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে প্লাবিত দেশের দক্ষিণ অঞ্চল। স্মরণকালে এত ভয়াবহ বন্যা দেখা যায়নি। ডুবে যাওয়া জেলাগুলোতে বসবাসকারী স্বজনদের খোঁজ পাচ্ছেন না অনেকে। তাদের একজন সংগীতশিল্পী পুতুল। তিন দিন হলো বোনের খোঁজ পাচ্ছেন না তিনি।
ফেনী শহরের উকিলপাড়ায় বাড়ি পুতুলদের। সেখানে তার ভাই ও বোনের পরিবারের পাশাপাশি বাস। ফেনী তলিয়ে যাওয়ায় বৃহস্পতিবার (২২ আগস্ট) থেকে ভাই-বোনের খোঁজ পাচ্ছিলেন না তিনি। পরে ভাইয়ের খোঁজ মিললেও বোনের সঙ্গে যোগাযোগ করতে এখনও সক্ষম হননি। এরইমধ্যে কেটে গেছে তিন দিন। এখনও বোনের খোঁজ পাননি গায়িকা। ঢাকা মেইলকে পুতুল নিজেই নিশ্চিত করেছেন খবরটি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘না,এখনও পর্যন্ত আমার বোন ও তার পরিবারের কোনো খোঁজ পাইনি আমরা।’
গতকাল শনিবার নিজের ফেসবুকে পুতুল লেখেন, ‘বোনের পরিবারের সন্ধান পাইনি প্রায় তিন দিন হলো। বোন, দুলাভাই, এক পুত্র, এক কন্যা। ওই পোস্টে বোনের পরিবারের ঠিকানা দেন পুতুল। সেইসঙ্গে সন্ধান দেওয়ার আকুতি জানান।’
এর আগের একটি পোস্টে পুতুল লিখেছিলেন, ‘ফেনীতে আমার বোনের পরিবারের আপডেট জানতে চেয়ে অনেকে ফোন করছেন, মেসেজ করছেন। জ্বি না, এখনও কোনো খোঁজ পাইনি। তবে যেহেতু ফেনীতে পানি কমতে শুরু করেছে তাই আশ্রয়কেন্দ্র থেকে ওরা যদি বাড়ি ফিরতে পারে নিশ্চয়ই একটা খোঁজ আমরা পাব।’
বিজ্ঞাপন
ভাইয়ের সন্ধান পেয়ে নিজের ফেসবুকে গায়িকা লিখেছিলেন, ‘আমার ভাইয়ের পরিবারের খোঁজ পেয়েছি। তিন তলায় পানি না ওঠায় নিরাপদে আছে তারা। তবে বোনের পরিবারের খোঁজ চলছে। কোনো একটা মসজিদে আশ্রয় নিয়েছে বলে জেনেছিলাম। কোন মসজিদ তা জানি না। সেখানেই আছে নাকি অন্যত্র গেছে বুঝতে পারছি না।’
চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯। ঘটেছেন প্রাণহানিও। এরইমধ্যে তিন হাজার ৫২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সেখানে মাথা গুঁজেছেন দুই লাখ ৮৪ হাজার ৮৮৮ জন।

