নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে ঘর ভাঙতেই গুঞ্জন উঠেছিল হার্দিক পান্ডিয়াকে নিয়ে। নাম জড়িয়েছিল অনন্যা পান্ডের। চাউর হয়েছিল অনন্যার সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয়েছেন হার্দিক। সেসব এখন অতীত। অনন্যা নয়, হার্দিকের সঙ্গে নাম জড়িয়েছে এক বিদেশিনীর । ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
ভারতীয় বংশোদ্ভূত জাসমিন ওয়ালিয়ার সঙ্গে নাম জড়িয়েছে হার্দিকের। ২৯ বছরের তরুণী অভিনয়ের পাশাপাশি সংগীতেও পারদর্শী। ছোটবেলায় টেলিভিশন দেখে গান রপ্ত করতেন। এই প্রতিভা দেখেই গান শেখানোর সিদ্ধান্ত নেন তার বাবা। পরে অভিনয়েও নাম লেখান তিনি। বেশ কয়েকটি টিভি সিরিজে অভিনয় করেছেন তিনি।
বিজ্ঞাপন
জাসমিন হার্দিকের সম্পর্কের গুঞ্জন তৈরি হয়েছে সামাজিক মাধ্যম থেকে। সম্প্রতি গ্রীসে ছুটি কাটাতে গেছেন হার্দিক। সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অবকাশ যাপনের ছবি। এদিকে জাসমিনও নিজের সোশ্যাল হ্যন্ডেলে ভিডিও প্রকাশ করেছেন। যেখানে একই লোকেশনে দেখা গেছে তাকে। তাই দেখে নেটাগরিকদের ধারণা আলাদা করে ছবি, ভিডিও প্রকাশ করলেও একসঙ্গেই ছুটি কাটাচ্ছেন দুজনে।
এর আগে অনন্যার সঙ্গে ভালোভাবেই নাম জুড়েছিল হার্দিকের। গুঞ্জন শুরু হয়েছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে। দুজনকে একসঙ্গে নাচতে দেখে সরগরম হয়েছিল সামাজিক মাধ্যমে। তবে জাসমিন স্রোতে ভেসে গেল অনন্যার নাম।