শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

নিখোঁজ সংবাদের পর সরব হলেন নুসরাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০২২, ০৭:৩৮ পিএম

শেয়ার করুন:

নিখোঁজ সংবাদের পর সরব হলেন নুসরাত

কিছুদিন আগে নুসরাত জাহানের নামে পোস্টার ছাপা হয়েছিল। সেই পোস্টারে লেখা ছিল, ‘সাংসদ নুসরাত নিখোঁজ। প্রচারে তৃণমূল কর্মীবৃন্দ।’ আবার কোনো পোস্টারে লেখা ছিল ‘প্রচারে প্রতারিত জনগণ।’

ঘটনাটি ঘটেছিল অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাতের নির্বাচনী এলাকা বসিরহাটে। তার কিছুদিন না যেতেই সরব হলেন এই তারকা। এক হাত নিলেন ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপিকে। এ সময় খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর ক্ষোভ ঝেড়েছেন এই অভিনেত্রী।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ মে) বিরোধী দলকে আক্রমণ করে এক বিবৃতি দেন মোদি। সেখানে তিনি বলেন, ‘রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ছোট ছোট ঘটনার দিকে তাকিয়ে থাকেন বিরোধী দলগুলো। এভাবে মানুষের মধ্যে বিষ ছড়ান তারা।’ 

তার এমন বক্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাত কটাক্ষ করে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নিশ্চয় রাজ্যের বিজেপির কথা বলেছেন।’ 

বসিরহাট থেকে তৃণমূলের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন নুসরাত। কিন্তু তারপর আর নির্বাচনী এলাকায় দেখা যায়নি তাকে। সেসময় তিনি নিয়মিত সরব ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তার সেই সরবতা ছিল বিনোদন কেন্দ্রিক । এতে ক্ষুব্ধ হয়ে কে বা কারা রাতের আঁধারে তার ছবিসহ পোস্টার সেঁটে দেন বসিরহাটে।  

ঘটনাটির সঙ্গে তখন একাত্মতা প্রকাশ করেছিলেন বসিরহাটের সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীর একাংশ। তখন নুসরাতে সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম। এবার নিজেই সরব হলেন এই অভিনেত্রী ও সংসদ সদস্য। সবাই ভাবছেন, টুইটারে এমন পোস্টের মাধ্যমে রাজনীতির মাঠে নিজের অস্তিত্বের জানান দিলেন নুসরাত।  


বিজ্ঞাপন


আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর