রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নায়ক ফেরদৌস ভারতে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২৪, ১২:১৬ পিএম

শেয়ার করুন:

নায়ক ফেরদৌস ভারতে! 

গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যানন তার দলের নেতা কর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদ। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার। অনেকের প্রশ্ন ফেরদৌস এখন কোথায়?

আরও পড়ুন: রাহুলের সাথে যা হলো সেটা নিয়ে কথা বলুন: বন্যা মির্জা

ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ফেরদৌস নাকি এখন ভারতে আছেন। তিনি একটা সময় টলিউডের একাধিক ছবিতে কাজ করেছেন। এই বিপদের সময় তার কাছে ভারতেই নিরাপদ আশ্রয় বলে মনে হয়েছে। যদিও কেউ কেউ আবার দাবি করেছেন ফেরদৌস মোটেই দেশ ছাড়েননি। বরং তিনি বাংলাদেশে কোথাও গা ঢাকা দিয়ে আছেন।

324a632461048ae9343f137e333aa5d3-6481b41d7e754

এদিকে ফেরদৌসের মুঠোফোনও বন্ধ। তার ব্যক্তিগত সচিবের মোবাইল নাম্বারও বন্ধ রয়েছে। তাই নায়ক এখন কোথায় আছেন— সেই খবর এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। 

৫ আগস্টের পর থেকেই খোঁজ নেই ফেরদৌসের। তাকে সবশেষ দেখা গিয়েছিল সরকার পতনের দিন কয়েক আগে পুড়ে যাওয়া বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে। চ্যানেলটির ওপর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। 

89585-1700996099

কয়েক বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ফেরদৌস। দলের কর্মসূচীতে সক্রিয় অংশগ্রহণ ছিল তার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল তাকে মূল্যায়ন করে ঢাকা-১০ আসনের নৌকার মাঝি করা হয়েছিল তাকে। নির্বাচনে জিতে সংসদে গেলেও বছর না ঘুরতেই সরকার পতন। ফলে পদ হারিয়ে অস্তিত্ব সংকটে এখন অভিনেতা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর