চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছেন। এতে মর্মাহত পশ্চিমবঙ্গের সুপারস্টার দেব।
সেলিম খানের প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া থেকে দেবকে নিয়ে একটি সিনেমা নির্মাণ শুরু হয়েছিল । ২০২০ সালে। তবে ৩০ শতাংশ শুটিংয়ের পর কাজ এগোয়নি। সিনেমাটির নির্মাতা সেলিম খানের মৃত্যুতে আর কোনো আশা রইল না।
বিজ্ঞাপন
এদিকে নিজের সিনেমার প্রযোজকের মৃত্যু সংবাদ প্রথমে বিশ্বাস করতে পারেননি দেব। ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে এরকম হতে পারে। কিন্তু পরে সত্যিই যখন বুঝলাম যে এমনটাই হয়েছে, এবং শুধু তার ক্ষেত্রে নয়, গোটা বাংলাদেশের জন্যই এটা খুবই কঠিন সময়। আমি বাংলাদেশে বহুবার গেছি, খুব প্রিয় জায়গা আমার। আমার অভিজ্ঞতা খুবই ভালো। তাদের মতো ভদ্র, শান্তিপ্রিয় মানুষ খুব কম দেখেছি। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে এটুকুই অনুরোধ করব যেন শান্তি ফিরে আসে বাংলাদেশে, আবার যেন ভালবাসায় বেঁধে থাকে।
এরপর বলেন, 'শুধু সেলিম খান বা তার পরিবার নয়, বাংলাদেশে যা দেখছি আমরা কিছুদিন ধরে, যে ভিস্যুয়ালগুলো সামনে আসছে, তা সত্যিই খুব দুঃখজনক। আমি বিশেষ এই ব্যাপারে কিছু বলতে পারব না, এটা পুরোপুরি একটা দেশের ব্যাপার। আমার মনে হয় না যে আমার বিশেষ কিছু বলা উচিত। আমি এটুকুই চাই যে বাংলাদেশে আবার শান্তি ফিরে আসুক। মানুষ যেন আবার শান্তিতে থাকতে পারে। যে ভালবাসা, আনন্দ নিয়ে তারা থাকতেন, সেই শান্তি যেন আবার ফিরে আসে।
এদিকে শুধু দেব নন, ওপারের কৌশানী মুখোপাধ্যায়ও কাজ করেছেন শাপলা মিডিয়ার সিনেমায়। ‘পিয়া রে’ নামের একটি সিনেমায় শান্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন। সহকর্মী ও প্রযোজকের মৃত্যু সংবাদ শোকাহত করেছে তাকে।
জানা গেছে, সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগের পর নিজ এলাকা থেকে পালাচ্ছিলেন সেলিম-শান্ত। এ সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তারা। অবস্থা বেগতিক দেখে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও শেষ রক্ষা হয়নি। পার্শ্ববর্তী বাঘড়া বাজারে এসে জনতার মুখোমুখি হন তারা। জনতার পিটুনিতে ঘটনাস্থলে নিহত হন সেলিম ও তার ছেলে শান্ত।
বিজ্ঞাপন
আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হন। এসব ঘটনায় তিনি জেল খাটেন। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

