বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে শুরু থেকেই সরব দুই বাংলার গানওয়ালা কবীর সুমন। কখনও শহীদ মিনারের গণজমায়েতের ছবি, আবার কখনও ছাত্র আন্দোলনের ভিডিও প্রকাশ করে দিয়েছেন সমর্থন। এবার শেখ হাসিনার পদত্যাগের পর বেঁধে ফেললেন গান।
ফেসবুক লাইভে এসে গেয়ে শুনিয়েছেন অনুরাগীদের। কবীর সুমন জানিয়েছেন, তিনি এই গানটি বেঁধেছেন বাংলাদেশের স্বৈরাচারীদের বিরুদ্ধে আন্দোলনকারীদের জন্য।
বিজ্ঞাপন
কবীর সুমনের লেখা গানের কথাগুলো হলো, কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগিনি এভাবে, ওই তো বাংলাদেশ, স্বৈরাচারের শেষ এ আগুন কেই-বা নেভাবে। আবার বাঁচতে চাই, মৃত্যুর মুখে ছাই, বাংলা ভাষাই হলো প্রাণ, মুক্তির এই আলো বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান।।
এদিকে ছাত্র আন্দোলনের শুরুতে কবীর সুমন লিখেছিলেন, আমি ভারতের নাগরিক। বাংলাদেশ আমাদের প্রতিবেশী। তার বিষয় আশয়ে নাক গলানোর অধিকার আমার নেই। সেটা করতে চাইও না। তবু বাংলাদেশের অনেকের কাছ থেকে যে ভালবাসা আমি পেয়েছি তা ভুলে থাকতেও পারছি না। ভুলবই বা কেন।
এরপর লিখেছিলেন, ছবি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের। একটু আগেই দেখলাম। মিছিল করছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। নেপথ্যে শোনা যাচ্ছে কাজি নজরুল ইসলামের "কারার ওই লৌহকপাট/ ভেঙে ফেল্ কর রে লোপাট"! মনে হচ্ছে গানটি এডিট করে বসানো হয়েছে ভিডিওর সঙ্গে। ঠিক কাজই করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও লিখেছিলেন, কত সময়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমার গানের লাইন লিখে দিয়েছেন দেয়ালে। পশ্চিমবঙ্গে সে তুলনায় কিছুই দেখিনি। বলতে দ্বিধা নেই মনে মনে আমি বাংলাদেশেরও নাগরিক।

