রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শেষ ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন আহমেদ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৪, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

শেষ ভিডিও বার্তায় যা বলেছিলেন শাফিন আহমেদ 

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শো করতে গিয়েছিলেন শাফিন আহমেদ। গত ২০ জুলাই সেখানকার একটি স্টেজ শোয়ে গান করার কথা ছিল তার। ফলে দর্শক আসনে যখন শ্রোতারা গায়কের অপেক্ষায় তখন মঞ্চের এলইডি পর্দায় ভেসে ওঠেন হাসপাতালে থাকা শাফিন। শ্রোতাদের উদ্দেশে কথা বলেন ভিডিও বার্তায়। মৃত্যুর আগে সেটিই ছিল শ্রোতাদের উদ্দেশে গায়কের শেষ বার্তা। 

ওই বার্তায় শাফিন বলেন, ‘আজকে কনসার্টে আপনাদের সাথে দেখা হওয়ার কথা ছিল। তবে শারীরিক কিছু লক্ষণের জন্য আমি একটু মেডিকেল চেকআপ করতে আসি। মেডিকেল চেকআপ করতে এসে হাসপাতালের চিকিৎসকদের নির্দেশ অনুযায়ী সময় লাগছে। তাই হাসপাতালে ভর্তি হয়ে চেকআপ করতে হচ্ছে।’


বিজ্ঞাপন


এরপর বলেন, ‘আপনারাও দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছি। আপনাদের সাথে হয়তো আজকে আর দেখা হচ্ছে না। দুঃখিত আমার সব শ্রোতা এবং ভক্তদের কাছে, একই সঙ্গে আয়োজকদের কাছেও। আগামীতে নিশ্চয় আপনাদের সাথে দেখা হবে। আমি আশা করব আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।’

ওই মঞ্চে গাওয়ার কথা ছিল সামিন চৌধুরীর। তিনি গান শুরুর আগেই পর্দায় ভেসে ওঠেন শাফিন আহমেদ। সে সময় ফের দেখা হওয়ার কথা বললেও আর ফেরা হয়নি গায়কের। কেননা সেদিন গভীর রাতে গুরুতর হার্ট অ্যাটাক হয়। এরপর আর কথা বলতে পারেননি গায়ক।

গতকাল বৃহস্পতিবার পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যমতে, শাফিন আহমেদকে ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হয়। বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভার্জিনিয়ার সেই হাসপাতালের চিকিৎসক, এমনটাই জানিয়েছেন বড় ভাই দেশের আরেক জনপ্রিয় ব্যান্ড তারকা হামিন আহমেদ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর