শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মৃত্যুর খবরে কান্না থামাতে পারছিলাম না: আবুল হায়াত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

মৃত্যুর খবরে কান্না থামাতে পারছিলাম না: আবুল হায়াত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে স্থবির হয়ে গিয়েছিল দেশ। গত সপ্তাহে চলেছে নৈরাজ্য-সহিংসতা। পরিস্থিতি হয়ে পড়েছিল অস্থিতিশীল। 

এদিকে এই আন্দোলনে প্রাণ হারিয়েছেন অভিনেতা আবুল হায়াতের ভবনে বসবাসরত ফারহান ফাইয়াজ নামের এক তরুণ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বর্ষীয়ান অভিনেতা। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তানজিন তিশার ব্যক্তিগত সহকারী

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমকে আবুল হায়াত বলেন, ‘১৮ জুলাই আমি কেঁদেছি। মৃত্যুর খবরে আমার কান্না থামাতে পারছিলাম না। বাচ্চাগুলোর একটার পর একটা মৃত্যুর খবর আসছিল, কিছুতেই কান্না আটকে রাখতে পারিনি। আমি অসুস্থ, এখন বেশির ভাগ সময় বাসায় থাকি, কোথাও বের হই না—আমি তো ভাবতেই পারি না, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে এমনটা হতে পারে!’

আরও পড়ুন: এমন স্থবির অবস্থা একেবারেই কাম্য নয়: মোশাররফ করিম

তিনি আরও বলেন, সেই একই সমাধানে তো এল তারা, যেটা বলেছিল সম্ভব না, সেটাই তো তারা এক দিনের ব্যবধানে করল! সুতরাং এটা সেদিনই সম্ভব ছিল, প্রথম দিন না হলে দ্বিতীয় দিনে সম্ভব হতো। এ জন্যই বলি, সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়। অনেক কষ্ট পেয়েছি। আমি আসলে এই কষ্ট প্রকাশ করতে পারব না। আমার চোখ এখনো ছলছল করছে। আমি এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর