সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন দেশের বিনোদন অঙ্গনের তারকারা। সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন তারা। জনপ্রিয় কথাসাহিত্যিক নুহাশ হুমায়ূনও পরিষ্কার করেছেন নিজের অবস্থান। ছাত্র-ছাত্রীদের পাশে আছেন বলে জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
নুহাশ হুমায়ূন নিজের ফেসবুকে লিখেছেন, আমরা বড় হয়েছি মুক্তিযুদ্ধের গল্প শুনে। আজকের বাংলাদেশ তৈরির পেছনে ছাত্র আন্দোলনের ভূমিকার কথা জেনে। আমরা ছাত্রদের পাশে আছি। আমরা মত প্রকাশের স্বাধীনতা চাই, যেখানে সহিংসতা নেই। আমরা আর একটি জীবনও হারাতে চাই না।
এরপর নিজের নামের সঙ্গে হুমায়ূন আহমেদের অন্য সন্তানদের নাম জুড়ে দিয়ে এ নির্মাতা লিখেছেন, নুহাশ, নোভা, শীলা, বিপাশা। একজন শহীদ মুক্তিযোদ্ধার উত্তরসূরী।
বিজ্ঞাপন
চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের আরও অনেকে। সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমান, চঞ্চল চৌধুরী, শাকিব খানসহ অনেকে।