শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

ইন্সটাগ্রাম পোস্টে স্বামীকে ‘তিন তালাক’ দিলেন দুবাইয়ের রাজকুমারী!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৮:২১ পিএম

শেয়ার করুন:

ইন্সটাগ্রাম পোস্টে স্বামীকে ‘তিন তালাক’ দিলেন দুবাইয়ের রাজকুমারী!

আগাম কোনো ঘোষণা নয়, সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীকে ‘তিন তালাক’ দিলেন দুবাইয়ের রাজকুমারী শাইখা মাহরা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। শাইখা মাহরা সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট তথা দুবাইয়ের রাজা মোহাম্মদ বিন রশিদ আল মখতুমের মেয়ে। খবর এনডিটিভির।

ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে বুধবার স্পষ্ট ভাষায় লিখলেন, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম।


বিজ্ঞাপন


মাত্র দুই মাস আগেই সন্তানের জন্ম দিয়েছেন রাজকুমারী। এরপরই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেন তিনি। কী কারণে বিচ্ছেদ, তাও জানালেন।

দুবাইয়ের রাজকুমারী ইনস্টাগ্রামে পোস্টে লেখেন, প্রিয় স্বামী, তুমি তো অন্য সঙ্গীদের সঙ্গে ব্যস্ত রয়েছো। তাই বিবাহবিচ্ছেদের ঘোষণা করলাম আমি। তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ডিভোর্স দিলাম। ভাল থেকো। তোমার প্রাক্তন স্ত্রী।

মাহরার ওই ঘোষণার পর শোরগোল পড়ে গেছে। তবে নেটিজেনরা অনেকেই তার প্রশংসা করেছেন।

অবশ্য কয়েক সপ্তাহ আগেই তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। তখন ইনস্টাগ্রামে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন মাহরা, যাতে মেয়েকে কোলে নিয়ে তোলা ছবি পোস্ট করে লেখেন, ‘আমরা দুজন শুধু।’ এর পরই সমাজমাধ্যমে বিচ্ছেদের ঘোষণা।


বিজ্ঞাপন


ব্রিটেনের বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক কূটনীতি নিয়ে পড়াশোনা করেছেন মাহরা। ইতিমধ্যে ইনস্টাগ্রামে স্বামীকে আনফলো করেছেন তিনি। স্বামীও তাকে আনফলো করেছেন। পরস্পরের সঙ্গে তোলা সব ছবিও মুছে দিয়েছেন তারা।

গত বছর মে মাসে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহরা।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর