শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

এবার পাঁচ নায়িকার সঙ্গে শাকিব খান 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

loading/img

এর আগে একটি ফ্যাশন শোয়ে ঢালিউডের একঝাঁক নায়িকার সঙ্গে র‍্যাম্পে হেঁটেছিলেন সুপারস্টার শাকিব খান। এবারও নায়িকা বেষ্টিত দেখা গেল কিং খানকে। 

শাকিব খানের ব্যবসা প্রতিষ্ঠান রিমার্কের একটি স্কিম চালু উপলক্ষে ছিল এ আয়োজন। আজ (১৩ জুলাই) দুপুরে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমক আয়োজনে শুরু হয় রিমার্কের নতুন স্কিম প্যাকেজ ‘আপনজন’। জানা গেছে, ব্র্যান্ডটির ডিলার ও রিটেইলাররা এই স্কিমের আওতাধীন থাকবে।


বিজ্ঞাপন


আয়োজনে শাকিবের পাশে দেখা যায় পরীমণি, পূজা চেরি, বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল ও প্রার্থনা ফারদিন দীঘিকে। রিমার্কের এই প্যাকেজের লোগো উন্মোচন করার সময় শাকিবের পাশে দেখা যায় পাঁচ নায়িকাকে।  

অনুষ্ঠানে শাকিব বলেন, ‘আমরা একটি পরিবার। পরিবারের আপনজনের মতোই প্রন্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা এই প্যাকেজের অংশ হচ্ছেন। এই ব্যবসায়ীরা যদি না থাকেন, তাহলে তাদের পরিবারকে যেন চিন্তা করতে না হয়—দোকান কে খুলবে, ব্যবসা চলবে কীভাবে? তাই আমরা রিমার্ক আপনজন হয়েই তাদের পাশে দাঁড়াব।’

যোগ করে তিনি আরও বলেন, ‘একটি দেশের ক্ষুদ্র ব্যবসায়ীদের বাদ দিয়ে উন্নয়নের দিকে পৌঁছানো যায় না। কারণ প্রান্তিক পর্যায়ে কোনো পণ্য পৌঁছে দেন তারাই। তাই তাদের মৃত্যু মানে শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া নয়, বিশাল একটি ইন্ডাস্ট্রির স্বপ্ন পূরণের মাঝপথে মৃত্যুও।’

শেষে এই সুপারস্টার বলেন, ‘তাই আপনজন একটি ভালোবাসার উদ্যোগ। এ আপনজন’র মাধ্যমেই ছোট, ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের পাশে সব সময় থাকবে রিমার্ক। এভাবেই একজন আরেকজনের ভরসার হাত হয়ে একসঙ্গে সামনের দিনগুলোতে এগিয়ে যাব আশা করছি।’


বিজ্ঞাপন


ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর