বিসিএস ও বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় একটি চক্র প্রশ্নফাঁস করে আসছে— সম্প্রতি সংবাদটি প্রকাশের পর আলোচনায় আসেন সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী। তাকে নিয়ে কথা বলছেন সব শ্রেণির মানুষ। চিত্রনায়ক বাপ্পি চৌধুরীও আছেন এ তালিকায়।
তবে বাপ্পি যেন এক কাঠি সরেস। সবাই আবেদ আলীকে গালমন্দ করলেও এ নায়ক সামাজিক মাধ্যমে জানিয়েছেন তিনি আবেদ আলীকে অনেক খুঁজেছেন। সেইসঙ্গে আবেদকে যোগাযোগ করতে বলেছেন এ নায়ক।
বিজ্ঞাপন
নিজের ফেসবুকে বাপ্পি লিখেছেন, ‘আমি অংকে ফেল করেছিলাম, ওই সময় আবেদ আলী ভাইকে অনেক খুঁজেছিলাম, কোথায় ছিলেন তখন? যাইহোক, ভাগ্যের পরিহাস মেনে নিলাম। তবে ভবিষ্যতে আমি আর কোনো পরীক্ষায় ফেইল করবো না। আপনি বের হয়েই আমার সাথে যোগাযোগ করবেন।’
যোগাযোগের জন্য বাপ্পি তার সোশ্যাল মিডিয়ার কয়েকটি লিংকও দিয়েছেন। বোঝাই যাচ্ছে মজার ছলেই এমন পোস্ট দিয়েছেন বাপ্পি।
এর আগে অভিনেতা শামিম হাসান সরকার লিখেছিলেন, ‘ভালোই লাগল আপনার ঈমান দেখে। বাসে, কারে, প্লেনে, ঘরে, বাইরে, মাঠে, ময়দানে, সমুদ্র, সৈকতে আপনি সিজদাহরত। আর আপনার ছেলের দায়িত্ব ছবিগুলো ফেসবুকে আপলোড দেওয়া, সুন্দর সুন্দর নীতিবাক্যসহ ।’
তিনি আরও লিখেছেন, ‘সকাল থেকে রাত, আপনার ছবি দেখেই কুপোকাত। রাতে হয়তো খোয়াব দেখতে হবে আপনার সঙ্গে করছি বাত। দেখা হলে একটাই জিজ্ঞাসা ছিল আপনার কাছে, দেশের তো মারা সারা। কবরে টাকা নিতে পেরেছে কারা?’

