নতুন করে আলোচনায় রাফিয়াত রশিদ মিথিলা। পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে নাকি বিশেষ বন্ধুত্ব তৈরি হয়েছে তার। সহজভাবে বলায় যায়, এই পরিচালকের সঙ্গে গোপনে প্রেম করছেন সৃজিত মুখার্জীর বাংলাদেশি স্ত্রী। টলিউড অন্দরমহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে।
তবে ভারতীয় একটি গণমাধ্যমকে দেবালয় জানান, তারা শুধুই বন্ধু। এর বাইরে কোনো বিশেষ সম্পর্ক নেই মিথিলার সঙ্গে। তার ভাষায়, ‘মিথিলার সঙ্গে আগে আলাপ ছিল না। শ্যুটিং সেটেই আলাপ হয়েছে। আর হ্যাঁ, মিথিলার সঙ্গে বন্ধুত্বটা খুব ভালো। তিনি অসম্ভব ইন্টারেস্টিং, শিক্ষিত ও বুদ্ধিমতী নারী। তার সঙ্গে গল্প করতে খুব ভালো লাগে। গানের সেন্স খুব ভালো। যদিও কাজ শেষ হয়ে গিয়েছে। এখন খুব একটা কথা হয় না। আবার দেখা হলে আড্ডা হবে অবশ্যই।’
বিজ্ঞাপন
দেবালয় আরও বলেন, ‘এসব বিষয় কানে আসে, খুব মজাই লাগে। সারাক্ষণই চলে এগুলো। আর মিথিলার মতো বন্ধু পেলে ভালোই লাগবে। ও কলকাতায় থাকলে একসঙ্গে চা খেতাম। কফি খেতাম, আড্ডা হত। আর মিথিলার বন্ধুর পরিধিটাও বিরাট। ভালোই লাগবে সেক্ষেত্রে।’
সম্প্রতি দেবালয়ের মন্টু পাইলট-টু সিরিজে বহ্নি চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। এটি রীতিমতো ব্লকবাস্টারের তকমা পেয়েছে। তবে এতে মিথিলার অভিনয় ভালো লাগেনি অনেকের। সমালোচকরা বলছেন, তিনি খুব দুর্বল অভিনয় করেছেন।
বিজ্ঞাপন
যদিও পরিচালক সেটা মানতে নারাজ। দায়টা নিজের কাঁধে নিয়ে দেবালয় বলেন, ‘অনেকেই বলছেন হয়ত মিথিলাকে একটু দুর্বল মনে হচ্ছে। সেটা কিন্তু নয়। যদি সেটা মনেও হয় তাহলে সেটা আমার দোষ, কারণ আমি ওইভাবেই তার চরিত্রটা রাখতে চেয়েছিলাম। তবে আমার মনে হয় মিথিলা ওয়ার্ক করছে বলেই সিরিজটা ওয়ার্ক করছে। সেটা সকলের জন্যই আনন্দের।’
মিথিলার প্রথম স্বামী জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান। ২০০৬ সালের ৩ আগস্ট বিয়ে করেন তারা। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর ২০১৯ সালে ৬ ডিসেম্বর সৃজিত মুর্খাজীকে বিয়ে করেন তিনি।
আরএসও