মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রাকিবের সঙ্গে যেভাবে প্রেম হয়েছিল মাহির 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ জুন ২০২৪, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

রাকিবের সঙ্গে যেভাবে প্রেম হয়েছিল মাহির 

চলতি বছরের ফেব্রুয়ারিতে রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ হয় মাহিয়া মাহির। খবরটি সামাজিক মাধ্যমে ভিডিওবার্তার মাধ্যমে সবাইকে জানিয়েছিলেন তিনি। তবে আলাদা হওয়ার খবর জানালেও রাকিবের সঙ্গে কীভাবে বিয়ে বা প্রেম হয়েছিল সে গল্প কখনও শোনা যায়নি মাহির মুখ থেকে। এবার বললেন সে গল্প।

আরও পড়ুন: নতুন ওয়েব সিরিজে শুভ, সঙ্গে সৌরসেনী!

এক ভিডিও সাক্ষাৎকারে সে গল্প শুনিয়েছেন মাহি। তিনি বলেন, ‘ওর আর আমার মধ্যে শুধু বন্ধুত্ব ছিল। আমাদের ৮ থেকে ৯ জনের একটা গ্রুপ আছে। আমার বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাকিবের ফ্রেন্ড। এ রকম আমাদের কমন বন্ধুদের একটা গ্রুপ ছিল। যেই গ্রুপটাতে ওর সঙ্গে আমার প্রায়ই দেখা হতো। যেকোনো গেট টুগেদারে। মজার উদ্দেশ্যে আমি-রাকিব ও গ্রুপের সবাই মিলে ছবি তুলে ফেসবুকে দিলাম। ওকে যারা পছন্দ করে, তাদের জেলাসের জন্য। কিন্তু ছবি দেখে রাকিব আর আমাকে নিয়ে নিউজ শুরু করে দেয় সবাই। যখন নিউজ শুরু হয়েছিল, তখন ওর ফ্যামিলিতে সমস্যা শুরু হয়েছিল।’

mahi_20240217_004007562_(1)

এরপর নায়িকা বলেন, ‘যখন নিউজ শুরু হলো, তখন থেকেই চিন্তা করলাম, ও যেহেতু সিঙ্গেল, আমিও সিঙ্গেল। চলো, বিয়েটাও করে ফেলি। বিয়ের পরই আমাদের প্রেম শুরু হয়েছিল।’

আরও পড়ুন: শাকিবকে কেউ অসম্মান করলে তাকে এড়িয়ে চলব: বুবলী

২০১৬ সালে মাহি বিয়ে করেছিলেন সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে। তার সঙ্গে ঘর ভাঙলে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। আড়াই বছর না যেতে তার সঙ্গেও বিচ্ছেদ হয় মাহির। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর