রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদের একগুচ্ছ নাটকে আঁখি চৌধুরী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০২৪, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

ঈদের একগুচ্ছ নাটকে আঁখি চৌধুরী

আঁখি চৌধুরী চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি নাটকে নিয়মিত অভিনয় করছেন। নাটক ঘিরেই তার এখনকার ব্যস্ততা। আসন্ন ঈদের একগুচ্ছ নাটক ও গানের ভিডিওতে দেখা যাবে এই সদা হাস্যোজ্জ্বল অভিনেত্রীকে।

আঁখি অভিনীত নাটকগুলো হচ্ছে—মাহফুজ খান পরিচালিত ‘ম্যাংসো’ ও ‘কালা মানিক’, যৌথ খানের ‘মায়ের জন্য যুদ্ধ’, ফজলুল হকের ‘গরীব বউ’, তাজু কামরুলের ‘মা মরলে বাপ তালুই’ ও আসাদুজ্জামান আসাদের ‘স্কুল মাস্টার’। এছাড়াও ‘মায়াল জাল’, ‘অবুঝ হৃদয়’ ও ‘মনের মানুষ’ ওয়েব সিরিজ এবং ৭টি মিউজিক ভিডিওতে তাকে পাওয়া যাবে। এগুলো ঈদ আয়োজনে ধারাবাহিকভাবে মুক্তি পাবে।


বিজ্ঞাপন


925654e2-b182-4d3e-bc4d-0d400f6dd77f

এ প্রসঙ্গে আঁখি বলেন, ‘শুরু থেকেই আমি বেছে বেছে কাজ করছি। সংখ্যার চেয়ে মানে বেশি নজর দিচ্ছি। এবারের ঈদে গল্পভিত্তিক বেশকিছু নাটকে অভিনয় করেছি এবং ভালো কয়েকজন শিল্পীর গানের ভিডিওতে মডেল হয়েছি। কাজগুলো ভালো হয়েছে। আশা করছি, নাটক ও গানের ভিডিও সবার পছন্দ হবে।’

আঁখির ক্যারিয়ারের শুরুটা ‘প্রেমের কবিতা’ সিনেমার মাধ্যমে। রিয়াজুল রিজু পরিচালিত সিনেমাটি সেন্সর হয়ে মুক্তির অপেক্ষায়। প্রথম সিনেমা এখনো মুক্তি না পেলেও এরই মধ্যে আঁখির বড় পর্দায় অভিষেক হয়েছে। চলতি বছরের শুরুতেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় এই নায়িকার ‘রুখে দাঁড়াও’ সিনেমাটি। দেবাশীষ সরকারের কাহিনি সংলাপ, চিত্রনাট্য ও গীত রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন সুকুমার চন্দ্র দাশ। এই সিনেমাটি দিয়ে আঁখির বড় পর্দার স্বপ্ন পূরণ হয়েছে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর