আব্রাহাম তামিম তরুণ কবি। গীতিকার, নাট্যকার, অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবেও দক্ষ। তবে এবার যেন নাটকপাড়া জমিয়ে নিয়েছেন তিনি। এক তামিমের লেখা একগুচ্ছ নাটক প্রকাশ পেতে যাচ্ছে এবারের ঈদে।
এর বেশিরভাগ নির্মাণ করেছেন রুবেল আনুশ। এগুলো হলো ‘দম’, ‘ফিদা’, ‘মাস্তান’, ‘লটারি’, ‘প্রেমপদ্ম’, ‘তোমার প্রেমে’, ‘তোমায় ভালোবেসে’। এগুলোতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান, তানিয়া বৃষ্টি, সাফা কবির, মারিয়া শান্ত, পার্থ শেখ, চমক, ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডল, সামিরা খান মাহি । এছাড়া মারুফের রহমানের পরিচালনায় আসছে ‘তোমার ছায়ার পাশে’, ‘শেঁয়াল কাঁটা চোখ’ নামে আরও দুটি নাটক।
বিজ্ঞাপন

তামিমের লেখা নাটকগুলোর বিশেষত্ব হলো গল্পের বৈচিত্র্যতা। এ নিয়ে তিনি বলেন, দর্শক ভিন্নধর্মী এবং ভালো গল্পের দিকে ঝুঁকছেন, বিষয়টা আনন্দের। একটা নতুন রকম গল্প মানে সেখানে আর্টিস্টের নিজেকে ভাঙার সুযোগটা পায়।’
তবে সব পরিচয়কে ছাপিয়ে কবি পরিচয়ে বেশি স্বস্তিবোধ করেন তামিম। কবিতাকে শেঁকড় রেখেই একাধারে গানে, চিত্রনাট্যে, অভিনয়ে নিজেকে তুলে ধরছেন। সেসব এবং চলচ্চিত্র নির্মাণের কথা এলে কবি বলেন, ‘কবিতায় তো আমি একা কিন্তু সিনেমায় না। নিজের সিনেমার নিজস্ব ভাষা এবং নতুন চিন্তা সৃষ্টির লক্ষ্যে নিজেকে নানান নিরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি এবং নিজেকে প্রস্তুত করছি।’

বিজ্ঞাপন
আরও বলেন, ‘নিজেকে নতুন করে খুঁজতে বা বুঝতে গিয়েই এত পরিচয়, এগুলোকে গুণ হিসাবে না দেখে দোষ হিসাবেই দেখছি, কারণ আমি একদম নতুন কিছু ভাবতে চাচ্ছি বা সৃষ্টি করতে চাচ্ছি, তা হতে পারে সিনেমা কবিতায়, আর সফলতা শব্দটাকে আমি শত্রুই মনে করি। নির্মোহভাবে মনোনিবেশ না করতে পারলে একেবারে নতুন কিছু সৃষ্টি হয় না। নিজের ঢোলটা শক্ত করছি, নিজেকে আরও ভেঙেচুরে, নিজস্ব তাল লয়ে নিজের কাজটা করে যেতে চাই।’
এর আগে আব্রাহাম তামিম ইফতেখার শুভ পরিচালনায় ‘মুখোশ’ সিনেমাটির কো- রাইটার, গীতিকার এবং অভিনেতা হিসেবে কাজ করেছেন আব্রাহাম তামিম। মুক্তি পেয়েছে তার লেখা একাধিক ওয়েব ফিকশন, নাটক এবং ড্রামা সিরিয়াল। এগুলো হচ্ছে, ‘ডুবসাঁতার’, ‘নরসুন্দর’, ‘হঠাৎ বৃষ্টি’, ‘নিউমার্কেট’, ড্রামা সিরিয়াল ‘ভিলেজ কাপ’ ইত্যাদি। এছাড়া মাসুদ পথিকের সিনেমা ‘বক: দ্য সোল ন্যাচার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

