শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চলছে: পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুন ২০২৪, ১২:০৩ পিএম

শেয়ার করুন:

loading/img

অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে পরীমণির দ্বন্দ্বের কথা সবার জানা। কারণ সম্পর্কেও অবগত রয়েছেন সবাই। এদিকে কয়েকদিন আগে একটি ফ্যাশন শোয়ে এক মঞ্চে দেখা যায় তিশা-পরীকে। তা দেখে অনেকের ধারণা ছিল মিলে গেছেন এই দুই লাস্যময়ী। 

তবে সংবাদমাধ্যমকে তিশা জানান, ধারণাটি ভুল। দ্বন্দ্ব মেটেনি। পরীমণি নিজেই এসে হাত ধরেছিলেন। তবে বিষয়টি অস্বীকার করে পরীমণি জানালেন, ঘটনাটি কেউ ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। 


বিজ্ঞাপন


এই প্রসঙ্গে গণমাধ্যমকে পরী বলেন, ‘সেদিন মঞ্চে ওঠার সময় খেয়াল করলাম, সিঁড়ি দিয়ে নামতে গিয়ে একেবারে পড়ে যায় যায় অবস্থা তিশার। তখন আমি এগিয়ে গিয়ে তার পড়ে যাওয়া ঠেকাই। একটা মানুষ এমন করে পড়ে যাচ্ছে দেখে যে কেউই এগিয়ে যাবে, তো আমিও সেটা করেছি। এর চাইতে বেশি কিছু নয়।’

401006123_925751755575800_294223633425412482_n_20231118_135415685_20231121_183325989_20231125_125312646

পরীমণি আরও বলেন, ‘আমি যখন তিশার হাত ধরে তার পড়ে যাওয়া ঠেকাই, তখন সে আমাকে দেখে অনেকটা ভড়কে যায়। তখন সৌজন্য দেখিয়ে তিশাকে বলি, “তুমি ঠিক আছো তো?” জাস্ট এটুকুই, তাৎক্ষণিক তাকে সামলেই আমি মঞ্চে উঠে যাই। এখন এ ঘটনার চার দিন পর এসে শুনছি, আমি নাকি তিশার হাত ধরে কথা বলার চেষ্টা করেছি। আজব!’

এরপর বলেন, ‘ঘটনার চার দিন পর এগুলোকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন অনেকে। নিশ্চয়ই তাদের অন্য উদ্দেশ্য আছে। সেদিনের অনুষ্ঠান কেন্দ্র করে দু-একজনের ভিন্ন ভিন্ন দাবি আমার কাছে হাস্যকর লাগে। ভবিষ্যতে তাঁদের বিষয়ে আরও বেশি সতর্ক থাকব।’


বিজ্ঞাপন


এর আগে পরীকে নিয়ে তিশা জানিয়েছিলেন, ‘তার সঙ্গে দ্বন্দ্ব মিটমাটের কী আছে? আমার তো তার সঙ্গে কথা বলার দরকার নেই। সে বিগত দিনে সামাজিকভাবে আমাদের কয়েকজনকে যেভাবে অপদস্থ করেছে, তা ভোলার নয়। সুতরাং তার সঙ্গে কথা বলা বা মেলামেশার কোনো দরকার নেই। তবে ওই মঞ্চের পেছনে সে এসে আমার হাত ধরেছিল। তখন হাই-হ্যালো না বলার কিছু নেই।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন