বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ঢাকা

কোকা-কোলার বিজ্ঞাপনটি আমি বানাইনি: অমি 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২৪, ০৫:২৬ পিএম

শেয়ার করুন:

কোকা-কোলার বিজ্ঞাপন, নিজের অবস্থান পরিষ্কার করলেন অমি 

দেশের জনপ্রিয় নির্মাতাদের একজন কাজল আরেফিন অমি। এরইমধ্যে বেশ কয়েকটি কাজ দিয়ে গোটা দেশ নেড়েচেড়ে দিয়েছেন তিনি। ঈদে আসছে তার ফিমেল ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব ‘ফিমেল ৪’। ওয়েব সিনেমাটি নিয়ে দর্শকের মধ্যে যখন তুমুল উত্তেজনা ঠিক তখন নেটিজেনদের একটি অংশ ‘ফিমেল ৪’সহ এই নির্মাতার সকল নির্মাণ বয়কটের ডাক দিয়েছেন। 

অমির বিরুদ্ধে বয়কট ডাক তোলার একমাত্র কারণ কোকা-কোলার বিজ্ঞাপন। সম্প্রতি প্রচারিত কোকা-কোলার বিজ্ঞাপনটি ভালোভাবে নেননি নেটাগরিকরা। অভিযোগ এনেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের। বিজ্ঞাপনে দেখা গেছে শরাফ আহমেদ জীবন ও শিমুল শর্মাকে। অমির বেশিরভাগ নির্মাণেই দেখা যায় তাদের। তাই দেখে নেটাগরিকদের ধারণা বিজ্ঞাপনটি অমির নির্মাণ। সেকারণে তাদের ক্ষোভের আগুনে পোড়াতে চাইছেন এ নির্মাতাকে। অমিকে লক্ষ্য করেও বয়কটের তীর ছুড়ছেন তারা।


বিজ্ঞাপন


তবে অমি যেন এখানে বলির পাঠা। কেননা বিজ্ঞাপনটি তিনি নির্মাণ করেননি। সহকর্মীদের দেখে অনেকে তাকে নিয়ে ভুল ভাবছেন। এরকম উল্লেখ করে ঢাকা মেইলকে তিনি বলেন, ‘বিজ্ঞাপনটি আমি বানাইনি। এখানে শরাফ আহমেদ জীবন ভাই এবং শিমুলকে (শিমুল শর্মা) দেখে অনেকে ধরে নিচ্ছেন আমি বানিয়েছি। কিন্তু ধারণাটি ভুল। বিজ্ঞাপনটি বানিয়েছেন শরাফ আহমেদ জীবন ভাই। সহকর্মী হিসেবে জীবন ভাইকে এরইমধ্যে বলেছি তিনি যেন তার ক্লায়েন্টের সঙ্গে কথা বলে বিজ্ঞাপনটি সরানোর ব্যবস্থা করেন।’

এ সময় অমি বলেন, ‘বাংলাদেশের মানুষ এবং দর্শকদের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা ও সম্মান রয়েছে। তাদের ভালোবাসার কারণেই আমি আজকে কাজল আরেফিন অমি। এমন কিছু করব না যাতে দর্শক আমাকে তাদের ভালোবাসার জায়গা থেকে সরিয়ে দেন।’ 

এরইমধ্যে অনেকে অমির সকল কাজ বয়কটের আহ্বান জানিয়েছেন। এদিকে মুক্তির অপেক্ষায় ‘ফিমেল ৪। বয়কটের ডাক কাজটির ওপর কোনো প্রভাব ফেলবে বলে মনে করছেন? জবাবে অমি বলেন, ‘‘আমি সবসময় বিশ্বাস করি যেটা সত্য সেটা সত্যই। এই বিজ্ঞাপন দেখে যারা আমার কাজ বয়কট করতে বলছেন তারা হয়তো জানেন না এটা আমার নির্মাণ না। যখন জানবেন তখন তারাই সবার আগে দেখবেন। ভুল বুঝতে পারবেন এবং সকলের ভুল ভাঙাবেন বলে আমার বিশ্বাস। আমার মনে হয় না ‘ফিমেল ৪’-এর ওপর এর কোনো প্রভাব পড়বে। কারণ আমাদের দর্শক অনেক বেশি সচেতন। তাদের জানার সুযোগ রয়েছে এবং তারা জানবে। সবচেয়ে বড় কথা হচ্ছে দর্শক যদি ফিমেল ৪ দেখে মনে করে যে তার পয়সা উসুল হয়েছে এর চেয়ে আনন্দের আমার জন্য আর কিছু নেই।’’

অমি মনে করেন যেকোনো কাজ করার আগে বুঝে শুনে করা উচিত। নইলে তার কারণে দলের অন্যদের ভোগান্তি হতে পারে। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে টিমের সবার সঙ্গে আমার কথা হয়েছে। যেকোনো কাজ করতে গেলে আমাদের উচিত ইতিবাচক ও নেতিবাচক দিক ভেবে নেওয়া। সবার আগে মাথায় রাখা উচিত, আমি মুসলমান, আমি বাংলাদেশের নাগরিক এবং আমি দর্শকের জন্য কাজ করি। এরপরই কাজে হাত দেওয়া উচিত। ওই জায়গা থেকে একজন মানুষ যদি ভুল করেন এবং তিনি যদি ক্ষমা চান আমার বিশ্বাস দেশের মানুষ অবশ্যই তাকে ক্ষমা করে দেবেন। ভুল তো মানুষেরই হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে কেউ কখনও যেতে পারেনি, পারবেও না।’


বিজ্ঞাপন


সবশেষে অমি জানান, বিজ্ঞাপনটি সংশোধনের কাজ চলছে। তিনি বলেন, ‘আমি এরইমধ্যে তাদের (বিজ্ঞাপনের নির্মাতা) সঙ্গে কথা বলেছি। তারা যেন তাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলে বিজ্ঞাপনটি সরিয়ে ফেলার ব্যবস্থা করে। সেইসঙ্গে বলেছি, এমন কোনোকিছু না করতে যেটা আমাদের দেশের মানুষ পছন্দ করে না। আমার সহকর্মী যারা আছেন তারা তাদের ক্লায়েন্টের সঙ্গে কথা বলে চেষ্টা করছেন বিষয়টি সংশোধন করার। এবং সেটা অবশ্যই সাধারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে।’

‘ফিমেল ৪’ মুক্তি পাচ্ছে ঈদের দিন। দেশের একটি ওটিটি মাধ্যমে দেখা যাবে এটি। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ‘ফিমেল ৪’-এর পোস্টার ও টিজার। দর্শকের ভীষণ সমাদর পেয়েছে সেসব। 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর