চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে দা-কুমড়া সম্পর্ক বিরাজমান মনোয়ার হোসেন ডিপজল এবং নিপুণ আক্তারের মধ্যে। ক্যামেরা পেলেই একে অন্যের নামে কটূক্তি করছেন তারা।
এদিকে গতকাল ৯ জুন ছিল নিপুণের জন্মদিন। এদিন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা শুভেচ্ছায় সিক্ত করছেন তাকে। ওই পোস্টগুলো নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নায়িকা। তালিকায় ছিলেন ডিপজলও! নিপুণের এমন পোস্ট দেখে যারপরনাই অবাক হন নেটিজেনরা।
খুলে বলা যাক। শনিবার (৮ জুন) প্রদর্শক সমিতির বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন অভিনেতা। সেখানেই ডিপজল বলেন, ‘ভারতের বাংলা সিনেমা আমদানি করলে আমাদের অসুবিধা নেই। আমরা বাংলা সিনেমার সঙ্গে ফাইট করতে প্রস্তুত। কিন্তু হিন্দি সিনেমা আমদানি করলে আমাদের ক্ষতি। তবে আমাদের সিনেমা হল বাঁচানোর জন্য হিন্দি আসলেও অসুবিধা নেই।’
বিজ্ঞাপন
হিন্দি ছবি আমদানিতে আপত্তি নেই ডিপজলের—এই বিষয়টিকেই উপহার হিসেবে মনে করছেন নায়িকা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জন্মদিনের উপহার। চলচ্চিত্র শিল্প তথা সিনেমা হল বাঁচাতে হিন্দি ছবির প্রস্তাবটি আমি দিই। আমি যখন সাধারণ সম্পাদক হিসেবে সমিতিতে ছিলাম, তখনই এই কাজটি করা হয়েছিল।’
তবে এতে ধরে নেওয়ার সুযোগ নেই যে ডিপজল-নিপুণের সম্পর্কের বরফ গলেছে। কেননা এর আগে ভারতীয় ছবি আমদানির তুমুল বিরোধিতা করেছেন ডিপজল। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। মূলত এ খল অভিনেতার সিদ্ধান্ত বদলকেই নিজের জন্মদিনের উপহার হিসেবে ধরে নিয়েছেন নিপুণ।