মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

যে কারণে শাবানাকে অপমান করেছিলেন শশী কাপুর 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ জুন ২০২৪, ১২:৫৯ পিএম

শেয়ার করুন:

যে কারণে শাবানাকে অপমান করেছিলেন শশী কাপুর 

গেল বছর মুক্তিপ্রাপ্ত 'রকি ওর রানি কি প্রেম কাহানি' ছবিতে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিকে চুটিয়ে রোম্যান্স করতে দেখা গেছে ধর্মেন্দ্রর সঙ্গে। তবে ক্যারিয়ারের শুরুর দিকে এমন দৃশ্যে নিজেকে মেলে ধরতে বেশ আপত্তি ছিল তার। এজন্য অভিনেতা শশী কাপুরের তিরস্কারও সহ্য করতে হয়েছিল অভিনেত্রীকে। 

ভারতীয় সংবাদমাধ্যমকে শাবানা নিজেই জানিয়েছেন বিষয়টি। ১৯৭৬ সালে ফকিরা সিনেমায় শশীর সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। কিছু অন্তরঙ্গ দৃশ্য ছিল সেই ছবিতে। যা করতে রাজি ছিলেন না তিনি। আর এ কারণে সহ অভিনেতা শশী সবার সামনে অপমান করেন শাবানাকে।


বিজ্ঞাপন


অভিনেত্রীর কথায়, দিল মে তুঝে বিঠাকার- গানটির শুটিংয়ের সময় কিছু অন্তরঙ্গ কোরিওগ্রাফি দেখে ভয় পেয়েছিলাম আমি। সে সময় আমি খুব ছোট ছিলাম, কান্না পেয়েছিল। আমি সেট ছেড়ে চলে গিয়েছিলাম। আমার বুক ধড়ফড় করছিল কারণ আমি সত্যিই সেই শটগুলি করতে চাইনি।

এই ঘটনার পরে মেকআপ রুমে এসে হেয়ার ড্রেসারের কাছে কেঁদেছিলেন তিনি। ঠিক তখন মেকআপ রুমে হাজির হন অভিনেতা। শাবানে বলেন, তুমি সেদিন অভিনেতা হয়েছ যেদিন তুমি মাকে বলেছিলে তুমি এই পেশায় আসতে চাও!... বোকা মেয়ে।

তবে অপমানে কাজ হয়েছিল। সমস্ত দ্বিধা ঝেড়ে ফেলে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন শাবানা। নিজ দায়িত্বে অন্তরঙ্গ দৃশ্যগুলোতে ধরা দিয়েছিলেন শশী কাপুরের সঙ্গে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর