রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এখনও নিজেকে শাকিবের স্ত্রী দাবি করার কারণ জানালেন অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ মে ২০২৪, ১২:১৪ পিএম

শেয়ার করুন:

এখনও নিজেকে শাকিবের স্ত্রী দাবি করার কারণ জানালেন অপু বিশ্বাস

গত ২৮ মে উৎসব হিসেবে ধরা দেয় শাকিবিয়ানদের কাছে। কেননা এদিন ঢালিউডে আড়াই দশক পূর্ণ হয় মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের। দেশ-বিদেশে রজত জয়ন্তী পালনে ব্যস্ত ছিলেন ভক্তরা। দিনভর সহকর্মীরাও অভিনন্দনে সিক্ত করেন শাকিবকে। 

এদিকে শাকিবের দীর্ঘদিনের সহকর্মী এবং প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। অসংখ্য সিনেমায় একসঙ্গে কাজ করেছেন তারা। বিশেষ দিনে সন্তানের বাবাকে ‘বাবুর বাবা’ সম্বোধন করে দেন একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। 


বিজ্ঞাপন


নিজের ফেসবুকে দেওয়া ওই পোস্টে অপু লিখেছিলেন, ‘৭২টি ছবি, কোটি টাকার কাবিন, বউ এবং সন্তান আব্রাহাম খান জয়।’ এরপর শাকিব খানকে উদ্দেশ করে লিখেছিলেন, ‘অনেক শুভেচ্ছা বাবুর বাবা।’

ক্যারিয়ারের ৭২টি ছবিতে অপুর সঙ্গে অভিনয় করেছেন শাকিব। যার শুরু হয়েছিল কোটি টাকার কাবিন সিনেমাটির মাধ্যমে। ৭২টি ছবি এবং কোটি টাকার কাবিন দ্বারা সেটিই বুঝিয়েছেন অভিনেত্রী। 

সেইসঙ্গে সন্তান আব্রাহাম খান জয়ের নাম লিখে জয়ের সঙ্গে তার শাকিবের সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। তবে স্ত্রী শব্দটি দিয়ে কী বুঝিয়েছেন সে রহস্য উদঘাটনে ঘেমে নেয়ে একাকার অনেকে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরও নিজেকে শাকিবের স্ত্রী দাবি করছেন? এমন প্রশ্ন উঁকি দিয়েছিল অনেকের মনে। তবে বিষয়টি নিয়ে মুখ কুললেন অপু। জানালেন এখনও স=নিজেকে শাকিবের স্ত্রী দাবি করার কারণ।

সংবাদমাধ্যমকে অপু বলেন, ‘আমার সঙ্গে শাকিব খানের প্রথম ছবি  “কোটি টাকার কাবিন”। তার আগে তিনি অনেক ছবিই করেছেন। কিন্তু এই “কোটি টাকার কাবিন” ছবিই শাকিবের অভিনয়জীবনের টার্নিং পয়েন্ট। শাকিব খানের নায়িকা হিসেবে আমি সর্বোচ্চ ৭২টি সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছি। তাঁর জীবনে প্রথম প্রেমিকা হয়ে আমি এসেছিলাম। তার প্রথম স্ত্রীও আমি। আমিই তাঁকে প্রথম সন্তান উপহার দিয়েছি। তাই আমি মনে করি, শাকিব খানের অভিনয়জীবনের সফলতার ২৫ বছরের পথে পথে আমিও জড়িয়ে আছি সেই সফলতায়।’

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর