সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

তৃতীয় স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০২:২৪ পিএম

শেয়ার করুন:

তৃতীয় স্বামীকে নিয়ে যা বললেন পূর্ণিমা 

সামাজিক মাধ্যমে বেশ সরব ঢালিউড অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। পেশাগত ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন খবরাখবর প্রকাশ করেন। এবার জানালেন বিবাহবার্ষিকীর খবর। সেইসঙ্গে স্বামীর উদ্দেশে দিলেন এক বার্তা। 

আরও পড়ুন: চলচ্চিত্র সমিতিতে দায়িত্ব পালনে ডিপজলের বাধা কাটল

গতকাল ২৭ মে যৌথজীবনের দুই বছর পূর্ণ করেছেন পূর্ণিমা। এদিন স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন নায়িকা। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, ‘আমার অসাধারণ স্বামী, দ্বিতীয় বিবাহবার্ষিকীর শুভেচ্ছা। এ দুই বছরে ভালোবাসা ও আনন্দে পরিপূর্ণ ছিল। আমি তোমাকে ভালোবাসি।’
জানা যায়, বিয়ের দুই বছরে তারা নিজেদের মতো করে সময় উপভোগ করেছেন। বিশেষ এদিনে স্বামীকে শুভেচ্ছা জানিয়ে সাতটি ছবি প্রকাশ করেছেন তিনি।

purnima-20220801125320

এটি পূর্ণিমার তৃতীয় বিয়ে। ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন তিনি। পূর্ণিমা ২০০৫ সালের ৬ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাক কিবরিয়ার সঙ্গে প্রথমবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। খবরটি তখন গোপন রেখেছিলেন তিনি। কিন্তু সেই বিয়ে বেশিদিন টেকেনি। ২০০৭ সালের ১৫ মে বিচ্ছেদ ঘটে তাদের। সেসময় খবরটির সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে পূর্ণিমা বলেছিলেন, ‘হ্যাঁ, বিয়ে করেছিলাম, তালাকও হয়ে গেছে। আমার জীবনের চরম ভুল সিদ্ধান্তের মাশুল দিলাম।’

আরও পড়ুন: স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা

পরে ওই বছরের ৪ নভেম্বর চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন পূর্ণিমা। পারিবারিকভাবে অনুষ্ঠিত হয়েছিল সেই বিয়ে। ২০১৪ সালে ফাহাদ-পূর্ণিমার ঘরে এক কন্যাসন্তান জন্মগ্রহণ করে। একসময় পূর্ণিমার এই সংসারও ভেঙে যায়। কিন্তু বিচ্ছেদের খবর গোপন রাখেন এই নায়িকা এরপর গাঁটছড়া বাঁধেন রবিনের সঙ্গে। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর