ঢালিউডে একসময় মাহিয়া মাহির সুদিন ছিল। তবে বর্তমানে তা এ নায়িকার ক্যারিয়ারের সোনালী অতীত হিসেবে বিবেচিত। আজকাল তিনি বেশি আলোচনায় ব্যক্তিগত জীবন নিয়ে। অনেকের মতে ক্যারিয়ারের ভরাডুবিতে শঙ্কিত নায়িকা রাজনীতি আকড়ে ধরতে অবস্থান শক্ত করতে চেয়েছিলেন। তবে সেখানেও হয়েছে ভরাডুবি। সবশেষে সংসারও ভেসে গেছে বিচ্ছেদের ঢেউয়ে।
সব হারিয়ে মাহি গেল ঈদে ‘রাজকুমার’ ছবির মাধ্যমে কিছুটা প্রশংসিত হন। তবে সেটি তার ক্যারিয়ারের জন্য খুব একটা লাভজনক নয় বলেই মনে করা হচ্ছে। কেননা সেখানে তাকে দেখা গেছে মায়ের চরিত্রে। এই যখন অবস্থা তখন সামাজিক মাধ্যমে হঠাৎ আলোচনায় আসেন মাহি। তবে এবার আর ব্যক্তিগত জীবন নিয়ে নয়।
বিজ্ঞাপন
‘কই জানে না’ সিনেমার ‘আশিকি’ গানের সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করে নেটাগরিকদের মনোযোগ কাড়েন তিনি। এক মিনিটেরর সে ভিডিওতে মাহির সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেকেই ভাবছিলেন ফুরিয়ে যাননি তিনি। অনেকে তাকে এমন রূপে ফের পর্দায় দেখারও স্বপ্ন দেখছিলেন। সেই স্বপ্নের বারোটা বাজিয়ে মাহি জানালেন তিনি একটি অনলাইন জুয়া কোম্পানির শুভেচ্ছা দূত হয়েছেন।
খবরটি জানিয়ে নিজের ফেসবুক থেকে প্রকাশ করা এক ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। জয়েন হতে যাচ্ছি ........ শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশের সংবিধান ও আইনে জুয়া খেলা একেবারেই নিষিদ্ধ। বাংলাদেশের সংবিধানের ১৮ (২) অনুচ্ছেদে নৈতিকতা রক্ষায় রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে, গণিকাবৃত্তি ও জুয়াখেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। ১৮৬৭ সাল থেকে চালু প্রকাশ্য জুয়া আইন অনুসারে, কেউ টাকার বিনিময়ে বাজি বা জুয়ার আসর বসালে এবং কেউ তাতে অংশ নিলে তা হবে দণ্ডনীয় অপরাধ। সুতরাং প্রচলিত আইন অনুসারে সব ধরনের জুয়া বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
দেশের একজন সচেতন নাগরিক হিসেবেই পরিচিত অভিনেত্রী মাহি। মানুষের কল্যাণের কথা ভেবে রাজনীতিতে নেমেছেন বলেও ফলাও করে প্রচার করেন। তবে এরকম নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়া কী তার শোভনীয়?
এতে মাহির নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে। কিন্তু সে প্রশ্নের উত্তর কে দেবে? মাহি তো মুখে কুলুপ এঁটেছেন। একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোন কেটে দিয়েছেন তিনি। ক্ষুদে বার্তা পাঠালেও দেননি উত্তর।