আসরজুড়ে রানের জোয়ার বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং মুখ থুবড়ে পড়ল প্লে অফে এসে। গতকাল ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মিচেল স্টার্কের দুর্দান্ত এক স্পেলে টপ ও মিডল অর্ডার গুঁড়িয়ে দেন। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেননি হায়দরাবাদ। আর ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় ভেঙ্কাটেশ আইয়ার ও শ্রেয়াস আইয়ারের বিস্ফোরক জুটিতে অনায়াস ৮ উইকেটের জয়ে আইপিএলের ফাইনালে উঠে কলকাতা নাইট রাইডার্স।
তবে এদিন ম্যাচ দেখতে এসে কলকাতার মালিক বলিউড বাদশা শাহরুখ খান হিটস্ট্রোকে আক্রান্ত হন। এমনটায় জানায় ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে।
বিজ্ঞাপন
ভারতের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুসারে, আইপিএলের প্লেঅফ ম্যাচ দেখতে আহমেদাবাদে গিয়েছিলেন শাহরুখ খান। গ্যালারিতে বসে দলের জয় উপভোগ করেন তিনি। কিন্তু এরপরই প্রচণ্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরে তাকে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করানো হয়।

জাান যায়, প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়াও পেয়েছেন তিনি। এমন খবর সামনে আসতেই চিন্তার ভাঁজ বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শাহরুখ ভক্তদের!
এছাড়া বিভিন্ন সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম বলছে, আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রচণ্ড গরম ছিলো মঙ্গলবার। গরমের কারণেই বাদশা অসুস্থ হন। চিকিৎসকরা বলছেন, পানি শূন্যতার কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই বলিউড বাদশা।
বিজ্ঞাপন
তবে তার অসুস্থতা নিয়ে এখনও কলকাতা নাইট রাইডার্স ও শাহরুখের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি।

