রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সত্যের মুখোমুখি হতে ভয় পান না আসিফ

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৬:১৫ পিএম

শেয়ার করুন:

সত্যের মুখোমুখি হতে ভয় পান না আসিফ

কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনীগ্রন্থের কথা অনেকেরই জানা। প্রকাশের আগেই বেশ সমালোচনার জন্ম দিয়েছে বইটি। এবার প্রকাশ পেল সেইআকবর ফিফটি নট আউট

শনিবার (১৪ মে) সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে মোড়ক উন্মচন করা হয় এই জীবনীগ্রন্থের। এ সময় উপস্থিত ছিলেন গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী, কণ্ঠশিল্পী ফাহমিদা নবী, রবি চৌধুরী, আতিক বাবু, সোহেল মেহেদী, ক্রিকেট কোচ এমদাদুল হক এমদু, ক্রিকেটার জাভেদ ওমর বেলিম প্রমুখ।


বিজ্ঞাপন


এ সময় বইটি সম্পর্কে আসিফ বলেন, ‘বইটির কিছু সত্য আমার বিরুদ্ধেও যাবে। কিন্তু আমি সত্যের মুখোমুখি হতে ভয় পাই না। সেটা নিজের বিরুদ্ধে গেলেও না। চেয়েছি আমার ক্যারিয়ারের সত্যগুলো প্রকাশ পাক। বইটিতে সেটাই করেছি।’

Asif akbar

আকবর ফিফটি নট আউট প্রসঙ্গে গীতিকবি জঙ্গী বলেন, ‘জীবনীগ্রন্থ লিখতে গেলে সত্যকে মেনে নেওয়ার মানসিকতা অর্জন করতে হয়। কিন্তু তা সবার থাকে না। এ কারণেই জীবনী লেখা বা প্রকাশ করা খুব কঠিন কাজ। কেননা, সে সত্য অন্যের দিকে যাওয়ার পাশাপাশি নিজের দিকেও যেতে পারে।’

বইটি লিখেছেন সাংবাদিক সোহেল অটল। এ সময় তিনি বলেন, ‘বইটি পড়তে গিয়ে সবার অপ্রিয় সত্য গ্রহণের মানসিকতা রাখতে হবে। কারণ এর অনেক তথ্যই অনেকের বিরুদ্ধে যাবে। এজন্য বইটি লিখতে গিয়েও চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে।’


বিজ্ঞাপন


প্রকাশের আগেই বইটি থেকে দুই জনপ্রিয় গায়ক জেমস ও পান্থ কানাইর মাদকাসক্তির তথ্য ছড়িয়েছে। দেশের বেশিরভাগ কণ্ঠশিল্পীই মাদকে আসক্ত বলে লেখা আছে বইটির ২০৪ নং পাতায়। এই তথ্যগুলো আসিফ আকবর দিয়েছেন বলে সেসময় জানিয়েছিলেন সোহেল অটল।

আকবর ফিফটি নট আউট প্রকাশ করেছে সাহস পাবলিকেশনস। রকমারিসহ সকল মাধ্যমেই পাওয়া যাবে এই বইটি। জীবনীগ্রন্থটির ইংরেজি সংস্করণ প্রকাশ করা হবে বলেও জানান প্রকাশক।

আরআর/আরএসও

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর